Job Offer: বয়স ৩০-র মধ্যে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লেখানো আছে, পুজোর আগেই চাকরি

Last Updated:

Job Offer: এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড করা আছে, তাহলে পুজোর আগেই পাবেন চাকরি

এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড করা আছে
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড করা আছে
তমলুক: এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত থাকলেই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই মিলবে চাকরি। দুর্গাপুজোর আগেই চাকরির এই বিশেষ সুযোগ পূর্ব মেদিনীপুর জেলার বেকারদের জন্য। বিশেষ করে ২০ থেকে ২৮ বছর বয়সী শিক্ষিত বেকার যুবকেরা এই সুযোগ পাবেন। চলতি মাসের ২৭ সেপ্টেম্বর তমলুক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ‘জব ড্রাইভ’ শুরু হচ্ছে। এই ‘জব ড্রাইভ’-এর সুযোগ উচ্চমাধ্যমিক পাশ করা যুবকেরা। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে চাকরির সুযোগ বেসরকারি সংস্থায়।
বর্তমান সময়ে সরকারি চাকরির দুর্মূল্যের বাজারে শিক্ষিত বেকার যুবক-যুবতীরা দিশেহারা। পড়াশোনার পর কাজের সুযোগ না থাকায় বেকারেরা কার্যত হতাশ। শিক্ষিত বেকার যুবক-যুবতীদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে তাদের স্বনির্ভর করার চেষ্টা করছে প্রশাসন। অন্যদিকে সরকারি উদ্যোগে বিভিন্ন জব মেলা, এমনকি জেলায় জেলায় স্পেশাল ‘জব ড্রাইভ’ শুরু হয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের মাধ্যমে।
advertisement
advertisement
২৭ সেপ্টেম্বর তমলুক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের জব ড্রাইভ শুরু হবে। একটি আর্থিক সংস্থা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার জন্য বেশ কয়েকজনকে নিয়োগ করবে। উচ্চ মাধ্যমিক পাশ ২০ থেকে ২৮ বছর বয়সি শুধুমাত্র যুবকরা আবেদন করতে পারবেন। ২৬ তারিখ তমলুক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে নাম রেজিস্ট্রেশন করাতে হবে। তবে রেজিস্ট্রেশন করতে পারবে সেইসব আবেদনকারী যাদের নাম ইতিমধ্যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত করা আছে।
advertisement
পুজোর আগেই শিক্ষিত বেকারদের জন্য এই স্পেশাল ‘জব ড্রাইভ’ নিয়ে তমলুক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসার রামকৃষ্ণ দাস বলেন, ‘উচ্চ মাধ্যমিক সহ উচ্চশিক্ষিতরা আবেদন করতে পারবেন। ফিল্ড অফিসার পদে নিয়োগ হবে। শুধুমাত্র ছেলেদের থেকে নেওয়া হবে। ২৭ তারিখ কোম্পানির কর্মকর্তারা আসবেন। তাঁরা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করবেন। তার আগের দিন অফিসে এসে নাম রেজিস্ট্রেশন করাতে হবে।’ ২৭ তারিখ ইন্টারভিউ এর মাধ্যমে ক্যানডিডেট বাছাই হলেও মোট কতজনকে নিয়োগপত্র দেওয়া হবে এবং বেতনক্রম কি হবে তা বিস্তারিত জানায়নি ওই আর্থিক সংস্থা।
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Job Offer: বয়স ৩০-র মধ্যে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লেখানো আছে, পুজোর আগেই চাকরি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement