#তমলুক, পূর্ব মেদিনীপুর:তমলুক আরপিএফ এর উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন হল। ২১ জুন তারিখে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালন হচ্ছে। ২০২২ সালে ২১ জুন তারিখ ৮ তম যোগ দিবস হিসাবে পালন করা হল। ভারতবর্ষের প্রাচীন শাস্ত্রে যোগব্যায়ামের উল্লেখ আছে। যোগ ব্যায়ামের মাধ্যমে মানুষের শরীর ও মন দুটোই ভালো থাকে। তাই যোগ ব্যায়ামের উপকারিতা তাকে মাথায় রেখে ইউনাইটেড ন্যাশনাল অ্যাসেম্বলি ২০১৫ সাল থেকে একুশে জুন তারিখে বিশ্ব যোগ দিবস বা আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালন করার ডাক দেয়। সেই থেকে সারা বিশ্বজুড়ে একুশে জুন তারিখ টি আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালন হচ্ছে।
আরও পড়ুন - মুরশুমের শুরুতে দেখা নেই ইলিশের, তবে আশাবাদী মৎস্যজীবীরা
ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা তমলুক রেলস্টেশনে আরপিএফ পোস্টে উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন হলো এদিন সকালে। তমলুক স্টেশন এ কর্মরত রেলপুলিশের আধিকারিকেরা আন্তর্জাতিক যোগ দিবসের দিন যোগব্যায়ামে অংশগ্রহণ করেন। পূর্ব মেদিনীপুর জেলার শুধু তমলুক রেল স্টেশন নয়, এর পাশাপাশি মহিষাদল হলদিয়া কাঁথি দীঘা রেল স্টেশনে যোগ দিবস উদযাপিত হয় রেল পুলিশ আধিকারিকের উদ্যোগে। তমলুক রেল পুলিশ স্টেশনের ইন্সপেক্টর বিজেন্দ্র কুমার জানান, '২১ জুন তারিখটি বিশ্ব যোগ দিবস। যোগ ব্যায়ামের মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন হয় তমলুক আরপিএফ পোস্ট এর উদ্যোগে। এদিন যোগব্যায়ামে অংশগ্রহণ করেন তমলুক রেলস্টেশনের কর্তব্যরত আরপিএফ পুলিশ অফিসারের। তমলুক রেলস্টেশনের পাশাপাশি, মহিষাদল হলদিয়া কাঁথি ও দি ঘা রেলস্টেশন এ আরপিএফ পোস্ট এর উদ্যোগে যোগ দিবস উদযাপন করা হয়।'
Saikat Shee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purba medinipur, Yoga Day