International Yoga Day 2022: তমলুক রেলস্টেশনে উদযাপিত হল আন্তর্জাতিক যোগ দিবস

Last Updated:

তমলুক রেলস্টেশনের পাশাপাশি, মহিষাদল হলদিয়া কাঁথি ও দিঘা রেলস্টেশন এ আরপিএফ পোস্ট এর উদ্যোগে যোগ দিবস উদযাপন করা হয়

+
তমলুক

তমলুক রেলস্টেশনে উদযাপন হল যোগ দিবস

#তমলুক, পূর্ব মেদিনীপুর:তমলুক আরপিএফ এর উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন হল। ২১ জুন তারিখে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালন হচ্ছে। ২০২২ সালে ২১ জুন তারিখ ৮ তম যোগ দিবস হিসাবে পালন করা হল। ভারতবর্ষের প্রাচীন শাস্ত্রে যোগব্যায়ামের উল্লেখ আছে। যোগ ব্যায়ামের মাধ্যমে মানুষের শরীর ও মন দুটোই ভালো থাকে। তাই যোগ ব্যায়ামের উপকারিতা তাকে মাথায় রেখে ইউনাইটেড ন্যাশনাল অ্যাসেম্বলি ২০১৫ সাল থেকে একুশে জুন তারিখে বিশ্ব যোগ দিবস বা আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালন করার ডাক দেয়। সেই থেকে সারা বিশ্বজুড়ে একুশে জুন তারিখ টি আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালন হচ্ছে।
ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা তমলুক রেলস্টেশনে আরপিএফ পোস্টে উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন হলো এদিন সকালে। তমলুক স্টেশন এ কর্মরত রেলপুলিশের আধিকারিকেরা আন্তর্জাতিক যোগ দিবসের দিন যোগব্যায়ামে অংশগ্রহণ করেন। পূর্ব মেদিনীপুর জেলার শুধু তমলুক রেল স্টেশন নয়, এর পাশাপাশি মহিষাদল হলদিয়া কাঁথি দীঘা রেল স্টেশনে যোগ দিবস উদযাপিত হয় রেল পুলিশ আধিকারিকের উদ্যোগে। তমলুক রেল পুলিশ স্টেশনের ইন্সপেক্টর বিজেন্দ্র কুমার জানান, '২১ জুন তারিখটি বিশ্ব যোগ দিবস। যোগ ব্যায়ামের মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন হয় তমলুক আরপিএফ পোস্ট এর উদ্যোগে। এদিন যোগব্যায়ামে অংশগ্রহণ করেন তমলুক রেলস্টেশনের কর্তব্যরত আরপিএফ পুলিশ অফিসারের। তমলুক রেলস্টেশনের পাশাপাশি, মহিষাদল হলদিয়া কাঁথি ও দি ঘা রেলস্টেশন এ আরপিএফ পোস্ট এর উদ্যোগে যোগ দিবস উদযাপন করা হয়।'
advertisement
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
International Yoga Day 2022: তমলুক রেলস্টেশনে উদযাপিত হল আন্তর্জাতিক যোগ দিবস
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement