পূর্ব মেদিনীপুর: শপিং মলে ফিল্মি কায়দা দুষ্কৃতী হামলা। অজ্ঞাত পরিচয় এক দুষ্কৃতী শপিং মলের ভিতর ঢুকে অতর্কিতে হামলা চালাল মালিকের উপর। হাতে কাঁচি নিয়ে এলোপাথাড়ি কোপাল। এমন ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের রামনগর থানার রানিসাই এলাকায়। গোটা বিষয়টি শপিং মলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
রামনগরের ওই শপিংমলের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, হঠাৎ করেই শপিংমলে ঢুকে পড়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ম্যানেজারের কাছে গিয়ে মালিকের বিষয়ে খোঁজ নেয়। এরপর মালিক শপিংমলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাঁর উপর অতর্কিতে হামলা চালায় ওই যুবক।
আরও পড়ুন: চলন্ত বাসের ছাদ থেকে পড়ে মৃত্যু খালাসির
ওই শপিংমলের কর্মীরা সঙ্গে সঙ্গে রামনগর থানায় ফোন করে বিষয়টি জানান। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। একটি সূত্রের দাবি, যে ব্যক্তি হামলা চালিয়েছিল সে মানসিক ভারসাম্যহীন। হামলাকারীর পরিবারের দাবি, তাদের ছেলে মানসিক ভারসাম্যহীন বলেই এমন কাজ করে বসেছে। তবু এই আক্রমণের মধ্যে বিশেষ কোনও ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পূর্ব মেদিনীপুরের রামনগরে বেশ কয়েকটি শপিংমল সহ অনেক বড় দোকান আছে। সেখানে একটি শপিংমলে ঢুকে প্রকাশ্য দিবালোকে অতর্কিত হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। অনেকেই পুলিশের ভূমিকার দিকে আঙুল তুলেছেন। আগামী দিনে এরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আগাম পদক্ষেপ চাইছেন রামনগরের ব্যবসায়ীরা।
হামলাকারীর বাড়ি রামনগর থানার মিরগোদায়। সে মানসিক ভারসামহীন হাওয়ায় পুলিশ প্রথমে আটক করলেও পরে ছেড়ে দেয়। যা নিয়ে সন্তুষ্ট নয় স্থানীয় ব্যবসায়ীরা।
সৈকত শী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Digha, East Medinipur News, Police, Ramnagar, Shopping Mall