East Medinipur News: নিমতৌড়ি হোমের প্রতিবন্ধীদের তৈরি পাটের কাজ মুম্ব‌ই মাতাচ্ছে

Last Updated:

মুম্বাইয়ে চলছে দ্বিতীয় দিব্যকলা মেলা। ১০ দিনের এই মেলাতে পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির দিব্যাঙ্গরা পাট ও খড়ের তৈরি হ্যান্ডমেড বিভিন্ন সামগ্রী নিয়ে হাজির হয়েছে‌ সঙ্গে আছে বিভিন্ন পোশাকের সমাহার।

+
title=

পূর্ব মেদিনীপুর: দেশের বাণিজ্য নগরী মুম্বইয়ে প্রশংসিত হল নিমতৌড়ি হোমের প্রতিবন্ধী আবাসিকদের হাতের কাজ। মুম্বাইয়ে চলছে দ্বিতীয় দিব্যকলা মেলা। ১০ দিনের এই মেলাতে পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির দিব্যাঙ্গরা পাট ও খড়ের তৈরি হ্যান্ডমেড বিভিন্ন সামগ্রী নিয়ে হাজির হয়েছে‌ সঙ্গে আছে বিভিন্ন পোশাকের সমাহার। মুম্বইয়ের এই মেলায় সারা ভারত থেকে আসা প্রতিবন্ধীরা তাঁদের হাতের কাজ ১২৫ টি স্টলের মাধ্যমে বিক্রি করেছে। বাংলা থেকে পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব মেদিনীপুর অংশগ্রহণের সুযোগ পেয়েছে এই মেলায়।
দার্জিলিং এর শিফনের কাজ, জলপাইগুড়ির শুকনো ফুল ও গোবরের ধূপকাঠি, সুন্দরবনের মধু, হুগলির তাঁতের কাপড় আর পূর্ব মেদিনীপুরের পাটের তৈরি বিভিন্ন সামগ্রী সেখানে নিয়ে যাওয়া হয়েছে। মেলায় আগত দর্শকদের মন কেড়েছে নিমতৌড়ি হোমের আবাসিকদের পাট দিয়ে তৈরি গণেশ, দুর্গা, ময়ূর, প্রাকৃতিক দৃশ্য সহ নানান ধরনের মূর্তি। এই হাতের কাজের নমুনা দেখে মেলায় আগত দর্শকরা দেখে বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছেন। দিল্লির মত বিক্রি না হলেও এই মেলাতেও দর্শকদের যথেষ্ট সমাদর পেয়েছে এই হাতের কাজ।
advertisement
advertisement
সারাদেশের মানুষের কাছে পূর্ব মেদিনীপুরের প্রতিবন্ধীদের হাতের তৈরি পাটের সামগ্রী এখন চর্চার বিষয়। এই জিনিসগুলো বাণিজ্যিকভাবে বিক্রি করার জন্য বর্তমানে বিভিন্ন কোম্পানি আসছে‌। এদিকে সরকারিভাবেও নানান উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যেই ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক এই মেলার আয়োজন করেছে। এই বিষয়ে নিমতৌড়ি হোমেরর সাধারণ সম্পাদক জানান, "এই মেলায় যেমন আমাদের হোমের আবাসিকদের তৈরি জিনিস বিক্রির মাধ্যমে অর্থ রোজগার করা যাচ্ছে, তেমনই এইতো জিনিসগুলো সারা দেশের সামনেও তুলে ধরতে পারছি আমরা।"
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: নিমতৌড়ি হোমের প্রতিবন্ধীদের তৈরি পাটের কাজ মুম্ব‌ই মাতাচ্ছে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement