East Medinipur News: হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে দেখে এ কী করল পুলিশ!
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
হেলমেটবিহীন বাইক চালক দেখেই এগিয়ে এল পুলিশ। তারপর যা হল তা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন!
পূর্ব মেদিনীপুর: স্টান্টবাজি দেখিয়ে জাতীয় সড়কে হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিল বেশকিছু জন। যথারীতি পুলিশ এসে পথ আটকায়। কিন্তু এরপরই চমক। মোটা টাকা জরিমানার বদলে ওই হেলমেটবিহীন বাইক চালকদের মাথায় পরিয়ে দেওয়া হল হেলমেট! বিনে পয়সায় হেলমেট পেয়ে অবাক বাইক চালকরাও। পুলিশ সম্বন্ধে যে ধারণা ছিল তা যে এক লহমায় বদলে গেল! জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে এমনই ছবি দেখা গেল তমলুকের কাছে ১১৬ নম্বর জাতীয় সড়কে।
মঙ্গলবার ছিল ৩৪ তম জাতীয় সড়ক নিরাপত্তা দিবস। সেই উপলক্ষে হেলমেটবিহীন বাইক আরোহীদের বিনামূল্যে হেলমেট দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। এছাড়াও গাড়ি চালকদের ট্রাফিক সচেতনতার পাঠ দেওয়া হয়। আয়োজিত হয় বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির।
আরও পড়ুন: সোনা চুরির অভিযোগে গণ পিটুনি এক যুবককে
advertisement
তমলুকের সোনাপেত্যা এলাকায় জাতীয় সড়কের টোল প্লাজার পাশে মঙ্গলবার নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় সপ্তাহব্যাপী পথ সুরক্ষা সচেতনা শিবির। ১১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এই পথ সুরক্ষা সচেতনতা শিবির চলে। সেই উপলক্ষেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত হয় বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির। পাশাপাশি ১১৬ নম্বর জাতীয় সড়কের উপর হেলমেটবিহীন বাইক আরোহীদের বিনামূল্যে হেলমেট প্রদান করা হয়। বাকি অন্যান্য গাড়ি চালকদের মধ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত লিফলেট বিলি করা হয়।
advertisement
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুকের এসডিপিও সাকিব আহমেদ, কোলাঘাট ও পাঁশকুড়ার সিআই পরিমল সাহা, তমলুকের ট্রাফিক ওসি, টোলপ্লাজা ইনচার্জ, ঈগল কোম্পানির প্রজেক্ট ম্যানেজার মধুসূদন রাও ও শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সমরনাথ ঘড়া, রঘুনাথপুর-২ পঞ্চায়েতের প্রধান তারকনাথ জানা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। স্থানীয় স্কুলের ছাত্রদের নিয়ে পথ নিরাপত্তা সংক্রান্ত বার্তা তুলে ধরে একটি পদযাত্রাও করা হয়।
advertisement
সৈকত শী
Location :
Kolkata,West Bengal
First Published :
January 18, 2023 12:40 PM IST