East Medinipur News: বন্ধুর স্বপ্ন পূরণে জানকবুল লড়াই

Last Updated:

নন্দকুমারে কলেজ পড়ুয়া প্রতিমা শিল্পীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বন্ধুরা

+
title=

পূর্ব মেদিনীপুর: স্বপ্ন নিয়েই বন্ধু জীবনের চলার পথে এগিয়ে যাক, চায় বাকি বন্ধুরা। তাই তারা বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। বর্তমানে বন্ধুত্ব মানে যখন সোশ্যাল মিডিয়া নির্ভর দেখনদারি সেখানে বন্ধুত্বের অন্যান্য নজির স্থাপন করল নন্দকুমারের কলেজ পড়ুয়া যুবকেরা। স্থানীয় কুমারআলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সৌরভ সামন্ত পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন একজন শিল্পী হওয়ার। সেই স্বপ্ন নিয়ে বাঁচতে চেয়ে প্রতিমা তৈরি করার কাজ শুরু করেন। ধীরে ধীরে হয়ে ওঠেন প্রতিমা শিল্পী। তাঁর নাম ডাক বাড়তে থাকে। ফলে আগের তুলনায় মূর্তি তৈরির অর্ডারও ক্রমশ বাড়ছে। আর সেই কাজে তাঁকে সাহায্য করছে কলেজের বন্ধুরা।
নন্দকুমার রেল ক্রসিং এলাকায় বাড়ি সৌরভ সামন্তের। হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের নন্দকুমার রেল ক্রসিং-এর কাছে ছোট্টো একটু জায়গা নিয়ে প্রতিমা গড়ার কাজ করে সে। বর্তমানে নিজেকে প্রতিমা শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করতে চান সৌরভ। বন্ধুর এই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে উদ্যোগী হয়েছেন কলেজের সহপাঠী রবীন্দ্র রথীন সহ সৌরভের বেশ কয়েকজন বন্ধু।
advertisement
advertisement
প্রথম যখন প্রতিমা গড়ার কাজ শুরু করেন তখন সৌরভের কাছে কম অর্ডার আসত। বর্তমানে অর্ডারের সংখ্যা বেড়েছে। তাঁর একার পক্ষে সব প্রতিমা তৈরি করা প্রায় অসম্ভব, তাই সাহায্য করতে এগিয়ে আসেন বন্ধুরা। কেউ মূর্তিতে মাটির প্রলেপ দেন, কেউ আবার রং তুলির আঁচড় কাটেন। সৌরভ আগামীদিনে ভাল শিল্পী হিসাবে পরিচিতি লাভ করুন এটাই একমাত্র চাওয়া বন্ধুদের।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: বন্ধুর স্বপ্ন পূরণে জানকবুল লড়াই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement