East Medinipur News- মৎস্য দফতরের উদ্যোগে অভিনব 'মাছ চেনানোর পাঠশালা' হলদিয়া ব্লকে
- Published by:Samarpita Banerjee
Last Updated:
মাছকে চেনানোর পাশাপাশি সংরক্ষণের বার্তা দিয়ে জলাশয় সংরক্ষণ করা যাবে
#হলদিয়া: শহর অঞ্চলের বর্তমান প্রজন্ম ভুলতে বসেছে কোনটা কি মাছ। বাজার থেকে বাবা আনেন “কাটা মাছ”। মানে রুই, কাতলা, মাছের বাজার থেকে কেটে আনা হয় বাড়িতে। বাচ্চারা তাই চেনে “কাটা মাছ “ হিসেবে। আর রুই, কাতলা, মৃগেল ছাড়াও কোনটা মাগুর, কোনটা শিঙি, শোল, কিংবা কৈ, গলদা বা বাগদা এসব মাছ চেনাই হয়না তাদের। হলদিয়া ব্লকের মৎস্য দফতরের উদ্যোগে বিভিন্ন প্রাথমিক স্কুলে স্কুলে গিয়ে 'মাছ কে চেনো' নামে অভিনব মাছ চেনানোর পাঠশালা শুরু হয়েছে।
এরকমই এক “মাছ চেনার পাঠশালা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হল হলদিয়ার পরানচক প্রাথমিক বিদ্যালয়ে। ক্ষুদে কচি কাঁচাদের মাছ চেনাতে উপস্থিত ছিলেন হলদিয়ার মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু। স্কুলের বাচ্চা ছেলে মেয়েরা বিভিন্ন মাছের মজাদার বৈজ্ঞানিক বিষয় গুলি গল্পের ছলে শুনে, সঙ্গে ছবিতে বিভিন্ন মাছ দেখে বেজায় খুশি। প্রধান শিক্ষক সুকুমার শেঠ জানান, "মৎস্য দফতরের সুমন বাবুর এই কর্মশালায় আসায় করোনা পরবর্তী এই সময় স্কুলের খোলার পর এমন ব্যবহারিক প্রয়জোনিয় বিষয় আলোচনায় ছাত্রদের পাশাপাশি শিক্ষক মহলও উপকৃত হল।" মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু জানান, স্কুলে স্কুলে এমন মাছ চেনার পাঠশালা আয়োজন করলে আরো বেশি উৎসাহিত করা যাবে এবং এরকম কর্মসূচীর ফলে নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া মাছ রক্ষার সাথে প্রকৃতির প্রতি ভালবাসা বাড়ানো যাচ্ছে। মাছকে চেনানোর পাশাপাশি সংরক্ষণের বার্তা দিয়ে জলাশয় সংরক্ষণ করা যাবে বলে অভিমত প্রকাশ করেন হলদিয়া ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু।
Location :
First Published :
March 08, 2022 7:45 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News- মৎস্য দফতরের উদ্যোগে অভিনব 'মাছ চেনানোর পাঠশালা' হলদিয়া ব্লকে