East Medinipur News: দেবপ্রয়াগে মহা দুর্যোগ! ধসে আটকে এ রাজ্যের ৫০ জন বাসিন্দা, উদ্বেগ কোলাঘাটে

Last Updated:

প্রায় গোটা উত্তর ভারত জুড়ে প্রবল প্রাকৃতিক দুর্যোগ। প্রবল বৃষ্টিতে ধস নেমেছে একাধিক জায়গায়।

+
ধসে

ধসে বিপর্যস্ত দেবপ্রয়াগ। ছবি- পিটিআই

তমলুক: আবারও দেব ভূমিতে প্রাকৃতিক বিপর্যয়! আর তাতেই সমস্যায় পড়েছেন পূর্ব মেদিনীপুর জেলার একদল বাসিন্দা। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রাধামাধব মন্দির থেকে প্রায় পঞ্চাশ জনের তীর্থযাত্রীর একটি দল কেদারনাথ ও বদ্রিনাথ দর্শনের জন্য রওনা হয়েছিল। কেদারনাথ দর্শন সম্পন্ন হলেও বদ্রিনাথ যাওয়ার পথে প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তায় ধস নামায় আটকে পড়েছে ওই পূণ্যার্থীর দলটি। এই খবর এসে পৌঁছনোর পরই কোলাঘাটে উদ্বেগের ছায়া৷
প্রায় গোটা উত্তর ভারত জুড়ে প্রবল প্রাকৃতিক দুর্যোগ। প্রবল বৃষ্টিতে ধস নেমেছে একাধিক জায়গায়। এই প্রাকৃতিক রোষের হাত থেকে বাদ যায়নি দেবভূমি। কেদারনাথ বদ্রীনাথে তীর্থে গিয়ে আটকে পড়েছেন হাজার হাজার পূণ্যার্থী। উত্তর ভারতের যোশীমঠে আটকে থাকার পর প্রশাসনিক সহযোগিতায় যাত্রীদের যাত্রীদের দ্রুত হরিদ্বারে নামিয়ে আনার চেষ্টা চলছে। বহু বাঙালি তীর্থযাত্রী এখনও আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে। দেবপ্রয়াগের আগে বড় মাপের ধস নামায় দীর্ঘ সময় আটকে থাকে। তীর্থযাত্রীরা এমন ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে যথারীতি হতভম্ব।
advertisement
advertisement
তবে দুর্যোগে আটকে পড়া যাত্রীরা সুস্থ আছেন বলেই জানাচ্ছেন কোলাঘাটের রাধা মাধব মন্দিরের কর্তৃপক্ষ। বাড়ির লোকেদের কোনওরকম  চিন্তা করার দরকার নেই বলে বার্তা দেওয়া হয় রাধামাধব মন্দিরের পক্ষ থেকে।
প্রতি মুহূর্তে কোলাঘাট রাধামাধব মন্দিরের পক্ষ থেকে আটকে থাকা তীর্থযাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। দ্রুত তাঁদের নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। উত্তর ভারত জুড়ে প্রবল প্রাকৃতিক দুর্যোগের বিপর্যস্ত জনজীবন।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: দেবপ্রয়াগে মহা দুর্যোগ! ধসে আটকে এ রাজ্যের ৫০ জন বাসিন্দা, উদ্বেগ কোলাঘাটে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement