East Midnapore News: তাম্রলিপ্ত রাজবাড়ির ঐতিহ্যকে স্বীকৃতি, চালু বিশেষ পোস্টাল খাম ও স্ট্যাম্প
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে ডাক মেলা শুরু হয়েছে। ২৪ ফেব্রুয়ারি তমলুক শহরের একটি গেস্ট হাউসে পশ্চিমবঙ্গ সার্কেলের তমলুক হেড পোস্ট অফিসের ডাক মেলা আয়োজিত হয়
তমলুক: পূর্ব মেদিনীপুর তথা পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন রাজবাড়ী তাম্রলিপ্ত রাজবাড়ি। রাজবাড়ির ইঁট-পাঁজরে লেখা বহু সময়ের ইতিহাস। ইতিহাসের অধ্যায়ে রয়েছে স্বাধীনতা সংগ্রাম। আগেই হেরিটেজ স্বীকৃতি পেয়েছে এই রাজবাড়ি। এবার মুকুটে নতুন পালক সংযোজিত হল। রাজবাড়ীর ইতিহাসকে স্বীকৃতি দিতে তাম্রলিপ্ত রাজবাড়ির স্পেশাল পোস্টাল কভার ও স্ট্যাম্পের উদ্বোধন করল ডাক-বিভাগ।
ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে ডাক মেলা শুরু হয়েছে। ২৪ ফেব্রুয়ারি তমলুক শহরের একটি গেস্ট হাউসে পশ্চিমবঙ্গ সার্কেলের তমলুক হেড পোস্ট অফিসের ডাক মেলা আয়োজিত হয়। এই ডাক মেলায় তাম্রলিপ্ত রাজ পরিবার ও রাজবাড়ীর ঐতিহ্যকে তুলে ধরার জন্য স্পেশাল কভার ও স্ট্যাম্পের উদ্বোধন হয়। উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সার্কেলের জেনারেল পোস্টমাস্টার শশী শালিনী কুজুর।
advertisement
ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত তাম্রলিপ্ত রাজবাড়ী তথা রাজ পরিবার। রাজ পরিবারের সদস্য রাজা সুরেন্দ্রনারায়ণ রায় ও কর্নেল ধীরেন্দ্রনারায়ণ রায়ের ভূমিকাকে স্বীকৃতি দিয়ে স্পেশাল কভারটি চালু করা হয়েছে।, চালু হয়েছে একটি নতুন স্ট্যাম্প-ও। চিঠিপত্র আদান-প্রদানের ক্ষেত্রে ওই স্পেশাল কভার এবং স্টাম্প ব্যবহার করা হবে।
advertisement
পশ্চিমবঙ্গ সার্কেলের জেনারেল পোস্টমাস্টার শশী শালিনী কুজুর জানান, 'তমলুক পোস্ট অফিস থেকে টানা এক বছর সমস্ত ধরনের কাজে এই স্ট্যাম্প ব্যবহার করা হবে। ফলে তমলুক রাজবাড়ীর ইতিহাস-ঐতিহ্য বিশ্ব দরবারে পৌঁছে যাবে।' অনুষ্ঠানে তমলুক ডিভিশনের সুপার নির্মল চন্দ্র সরেন বলেন, 'ইতিহাস প্রসিদ্ধ তাম্রলিপ্ত রাজবাড়ি নিয়ে ডাক বিভাগের স্পেশাল কভার বা বিশেষ খাম চালু করতে পেরে আমরা খুশি।' তাম্রলিপ্ত রাজ পরিবারের সদস্যা শ্রীমতী নন্দিনী রায় তাম্রলিপ্ত রাজ পরিবারের পক্ষ থেকে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ ও ভারতীয় ডাক বিভাগের এই উদ্যোগকে ধন্যবাদ জানান।
advertisement
Saikat Shee
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Feb 24, 2023 6:42 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Midnapore News: তাম্রলিপ্ত রাজবাড়ির ঐতিহ্যকে স্বীকৃতি, চালু বিশেষ পোস্টাল খাম ও স্ট্যাম্প






