Durga Puja 2023: ‘বই পড়ো বই পড়াও’, থিম বর্ণপরিচয়! গেজেট সর্বস্ব জীবনে অন‍্য বার্তা দিচ্ছে এই প‍্যাণ্ডেল

Last Updated:

বর্তমান সময়ে পড়াশোনা ও মোবাইল কিংবা ইলেকট্রনিক্স গেজেটের মধ্যে বন্দি। ফলে বর্তমান প্রজন্ম বই কি তা ভুলে যাচ্ছে! শিশুদের বইয়ের সঙ্গে পরিচয় ঘটাতে পুজোর থিম 'বর্ণপরিচয়'

+
‘বই

‘বই পড়ো বই পড়াও’, প‍্যাণ্ডেলের থিমে বর্ণপরিচয়! গেজেট সর্বস্ব জীবনে অন‍্য বার্তা এই প‍্যাণ্ডেলে

পাঁশকুড়া: বর্তমান সময়ে পড়াশোনা ও মোবাইল কিংবা ইলেকট্রনিক্স গেজেটের মধ্যে বন্দি। ফলে বর্তমান প্রজন্ম বই কি তা ভুলে যাচ্ছে! শিশুদের বইয়ের সঙ্গে পরিচয় ঘটাতে পুজোর থিম ‘বর্ণপরিচয়’। বর্তমান সময়ে দুর্গাপূজা মানেই থিম পুজোর ঢল।
থিম পুজোয় বিষয়বস্তুর মাধ্যমে দর্শণার্থী বা সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা করে পূজা উদ্যোক্তারা। পূর্ব মেদিনীপুর জেলার কেশাপাট পার্ক সর্বজনীন দুর্গাপূজা কমিটি এবারে তাদের থিম করেছে বর্ণপরিচয়। তাদের স্লোগান হল, ‘বই পড়ো বই পড়াও, বর্ণপরিচয় হোক সবার’।
advertisement
advertisement
উত্তর থেকেও দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম রাজ্যজুড়ে পুজোর আনন্দে মাতোয়ারা আপামর বাঙালি। পুজো মাঝ পর্যায়ে হলেও উন্মাদনা মণ্ডপে মণ্ডপে। বিভিন্ন মণ্ডপ গুলিতে জনজোয়ার কার্যত। এবার পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সর্বত্রই থিম পুজোর ঢল।
পাঁশকুড়ার কেশাপাট সর্বজনীন দুর্গোৎসব কমিটি বর্তমান প্রজন্মকে বইমুখী করতে ও সমাজের অশিক্ষা কুশিক্ষা বিরুদ্ধে পুজোকেই তাদের হাতিয়ার করল। তাদের পুজোর থিমে ফুটে উঠেছে বর্ণপরিচয়। যা সরকারিভাবে জেলার সেরা পুজো হিসেবে স্বীকৃতি পেয়েছে।
advertisement
এই পূজা মণ্ডপের প্রবেশপথে রয়েছে বিদ্যাসাগরের দুটি স্ট্যাচু। একটি দণ্ডায়মান অন্যটি টেবিলের ওপর কিছু লেখার ভঙ্গিমায়। মন্ডপের ভেতরে ঢুকলেই মনে হবে কোন লাইব্রেরীর ভেতরে ঢুকে পড়া হয়েছে। কারণ মন্ডপের দেওয়াল সারি সারি বইয়ের আলমারি দিয়ে সাজানো হয়েছে।
এছাড়াও মন্ডপের কারুকার্যে ব্যবহার করা হয়েছে, খবরের কাগজ বই প্রিন্টিং এর কাগজ। বিদ্যাসাগরের জন্মভূমি মেদিনীপুরের মাটি। আর সেই মেদিনীপুরের মাটিতে দুর্গাপূজায় বর্ণপরিচয় থিমের মাধ্যমে একদিকে যেমন বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে। অন্যদিকে সমাজ বা বর্তমান প্রজন্মকে বার্তা দেওয়ার হয়েছে বলে মনে করছেন মণ্ডপে আসা দর্শনার্থীরা।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Durga Puja 2023: ‘বই পড়ো বই পড়াও’, থিম বর্ণপরিচয়! গেজেট সর্বস্ব জীবনে অন‍্য বার্তা দিচ্ছে এই প‍্যাণ্ডেল
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement