East Medinipur News: দুর্গাপুজোয় সেরার শিরোপা ধরে রাখার প্রস্তুতি এখন থেকেই শুরু
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
কলকাতাকে দুর্গাপুজো নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ছে জেলা। এবার খুঁটিপুজো তমলুকেও
পূর্ব মেদিনীপুর: উৎসব ছাড়া বাঙালির জীবন অসম্পূর্ণ! আর কথাতেই আছে ‘বাঙালির বারো মাসে তেরো পার্বণ’। এর মধ্যে সবচেয়ে বড় উৎসব হল দুর্গাপুজো। সাধারণত রথের দিন থেকে অনুষ্ঠানিকভাবে দুর্গোৎসবের অপেক্ষার শুরু হয় বাংলা নানান প্রান্তে। তাই এই পুজোর জন্য সারাটা বছর ধরে দিন গুনতে থাকেন প্রতিটি বাঙালি। কলকাতা সহ বিভিন্ন জেলার ছোট কিংবা বড় পুজোগুলোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কলকাতার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ইউথ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সোমবার খুঁটি পুজোর আয়োজন করা হয়।
তমলুক ইউথ স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো বেশ নামকরা। জেলা ও রাজ্য স্তরে বিভিন্ন পুরস্কারও জিতেছে। সেই তাদেরই খুঁটি পুজো হল। এই খুঁটি পুজোর ধারণা এসেছে শত বছরের পুরানো রীতি থেকে। আগে পুজো মানে বনেদি বাড়ির পুজো। তখনকার দিনের দুর্গাপুজো এখনকার মতো বারোয়ারী ছিল না। না ছিল পুজোর কোনও থিম না ছিল দেবীকে ভিন্নভাবে সাজানোর প্রতিযোগিতা। রথযাত্রার দিন থেকে বিভিন্ন ঠাকুরবাড়ির দালানগুলিতে প্রতিমার কাঠামো পুজোর মধ্য দিয়ে শুরু হতো দুর্গাপুজোর প্রস্তুতি।
advertisement
advertisement
তমলুক ইউথ স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো এই বছর ৩০ তম বর্ষে পদার্পণ করল। এ বছরের তাদের থিম ওড়িশার ধবলগিরি মন্দির। পুজোর বাজেট প্রায় ২৫ লক্ষ টাকা। খুঁটি পুজোর পাশাপাশি এদিন সামাজিক কাজকর্ম হিসেবে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও খুঁটি পুজোর পাশাপাশি এদিন ইউথ স্পোর্টিং ক্লাব সংলগ্ন তমলুক শহরের শঙ্কর আড়া খালের উপর একটি ঘাটেরও উদ্বোধন করা হয়। ঘাটটি জনসাধারণের উদ্দেশ্যে নির্মিত করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পুরসভার উপ-পুরপ্রধান লীনা মাভৈঃ রায়, তাম্রলিপ্ত পুরসভার কাউন্সিলর চঞ্চল খাড়া, গৌতম পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও ক্লাবের সদস্যরা।
advertisement
সৈকত শী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 21, 2023 5:31 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: দুর্গাপুজোয় সেরার শিরোপা ধরে রাখার প্রস্তুতি এখন থেকেই শুরু