Durga Puja 2023: দুর্গাপুজোয় বিরাট চমক! শহরবাসীকে চমকে দিতে এবারের থিম 'বাংলার ঐতিহ্য' 

Last Updated:

Durga Puja 2023: পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের ১ নম্বর ওয়ার্ডের পুজো থিম ভাবনায় তুলে আনছে বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে।

+
চলছে

চলছে মণ্ডপ গড়ার কাজ 

এগরা: মাঝে মাত্র আর কয়েকটা দিন তারপর মহালয়া। মহালয়া মানেই দেবীপক্ষের শুরু। এখন থেকেই প্রকৃতি সেজে উঠেছে আগমনীর রূপে। ফলে দিকে দিকে বাঙালির বড় উৎসব দুর্গাপূজার প্রস্তুতির ব্যস্ততা। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে একাধিক এবার বড় বাজেটের পুজো। দুর্গাপূজোয় মানুষের মধ্যে উন্মাদনা সৃষ্টি করতে উদ্যোগী পুজো উদ্যোক্তারা। ফলে মণ্ডপ সেজে উঠছে, নানান থিমে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের ১ নম্বর ওয়ার্ডের পুজো থিম ভাবনায় তুলে আনছে বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে।
শিল্পী তনুজ বেরার হাতে থিম সেজে উঠছে আনতে চলেছে এগরা ১ নম্বর ওয়ার্ড উৎসব কমিটির দুর্গাপুজোর মণ্ডপ। ৯ বছরে তাদের ভাবনা ‘বাংলার ঐতিহ্য’। বাংলা সংস্কৃতির হারিয়ে যাওয়া বিভিন্ন শিল্পকে তুলে ধরা হবে এই থিমের মাধ্যমে। থিম তৈরি হচ্ছে মাদুর, তাঁত, পাটের দড়ি, তালপাতা দিয়ে। থাকছে থিমের সঙ্গে মানানসই প্রতিমা আর নয়নভিনা আলোকসজ্জা।
advertisement
advertisement
এগরা ১ নম্বর ওয়ার্ড উৎসব কমিটির এবছর পুজোর বাজেট ৯ লক্ষ টাকা। শুধু পুজো নয় ষষ্ঠী থেকে দশমী পুজোর কয়েকটা দিন মানবসেবায় ব্রতী হবেন পুজো উদ্যোক্তারা। থাকছে বস্ত্র বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, নানা বিষয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
advertisement
বর্তমান সময়ে কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে জেলায় জেলায় দুর্গাপূজায় এখন থিমের লড়াই। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে দুর্গাপুজোর আগে তারই ব্যস্ততা শুরু হয়েছে মণ্ডপ গুলিতে। বিগত কয়েক বছর এই পুজো কমিটি ঝুলিতে এসেছে একাধিক পুরস্কার। পুজো উদ্যোক্তারা মনে করছেন অন্যান্য বছরগুলির মতো এ বছরও তারা দর্শনার্থীদের নজর কাড়বে। যে জেলার সেরা স্থান অধিকার করবে। থিম ভাবনায় বাংলার ঐতিহ্য এগরা শহরবাসীর পাশাপাশি জেলার মানুষকে এই দুর্গাপুজো আকর্ষিত করবে তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Durga Puja 2023: দুর্গাপুজোয় বিরাট চমক! শহরবাসীকে চমকে দিতে এবারের থিম 'বাংলার ঐতিহ্য' 
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement