Panchayat Election 2023: ভোটগ্রহণের আগে অদ্ভুতুড়ে পোস্টার, বিভ্রান্তিতে সাধারণ মানুষ
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
ভোট প্রচারের শেষ পর্বে রাজনৈতিক উত্তাপ বাড়ছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। আর ঠিক সেই সময়ই মহিষাদলে বিভিন্ন জায়গায় পড়ল অদ্ভুতুড়ে পোস্টার।
মহিষাদল: ভোটগ্রহণের আর মাত্র তিন দিন বাকি। ভোট প্রচারের শেষ পর্বে রাজনৈতিক উত্তাপ বাড়ছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। আর ঠিক সেই সময়ই মহিষাদলে বিভিন্ন জায়গায় অদ্ভুতুড়ে পোস্টার পড়ল। আর এই অদ্ভুতুড়ে পোস্টার নিয়ে সাধারণ মানুষ বিভ্রান্তিতে। কি এই পোস্টারে লেখা! পোস্টারে লেখা ‘শাসক দল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির যিনি প্রার্থী হয়েছেন তিনি নাকি এলাকার বাড়ি বাড়ি তো দূরের কথা রাস্তাঘাটই চেনেন না’। আর এই পোস্টার ঘিরে রাজনৈতিক ঢিল ছুঁড়াছুঁড়ি শুরু হয়েছে মহিষাদল।
বিধায়ক ও তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে পোস্টারে শোরগোল মহিষাদলে। পঞ্চায়েত নির্বাচন হাতে গোনা কয়েকদিন পর। তার মধ্যেই মহিষাদল ব্লকের কিসমৎ নাইকুন্ডি গ্রাম পঞ্চায়েত এলাকার ৯ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রার্থী বিরুদ্ধে ঘাগর, শরবেড়িয়া এলাকায় পোস্টার ঘিরে জোর শোরগোল পড়েছে।
advertisement
advertisement
যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পোস্টারে উলেখ করা হয়েছে, ” বিশেষ বিঞ্জপ্তি- ‘মহিষাদল ২০৮ এর বিধায়ক, মহিষাদল পঞ্চায়েত সমিতিতে কাকে প্রার্থী করেছেন? বাগদা, বাসুদেবপুর, শরবেড়িয়া, ঘাগরা, গোপালপুর গ্রামে যিনি রাস্তা চেনে না এবং বাড়ি বাড়ি তো দূরের কথা। বড় লজ্জা। ছিঃ ছি: ছি।”
যদিও বিষয়টিকে বিরোধীদের চক্রান্ত বলছেন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। তিনি জানান, দলে নেত্রীর আঁকা প্রতীকই বড় কথা। বিরোধীরা তাদের পরাজয় বুঝতে পেরে এই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে। এর জবাব সঠিক সময়ে পাবে। মহিষাদল ব্লকের ৯ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রার্থী সুজাতা জানা ফাদিকা জানান, শেষ ১৩ বছর ধরে মহিষাদলে রয়েছি। মহিষাদলের মানুষের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক তৈরি হয়েছে। মিথ্যা অভিযোগ তুলে মানুষের মন পাওয়ার চেস্টা করছে বিরোধীরা। এতে লাভ হবে না।
advertisement
বিজেপির দাবি, এই ধরনের পোস্টার বিজেপিকে করতে হয় না। তৃণমূলের আভ্যন্তরীণ লোকেরা যারা প্রার্থীকে পছন্দ করেননি তারাই করেছে। যারা দীর্ঘদিন ধরে দল করলো তারা টিকিট না পাওয়ায় এই ক্ষোভ তাদের। মহিষাদলের ওই পঞ্চায়েত সমিতির আসনে জয়ের হাসি কে হাসবে তা সময় বলবে। কিন্তু তার আগে এ ধরনের পোস্টার সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলেছে।
advertisement
Saikat Shee
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2023 7:33 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Panchayat Election 2023: ভোটগ্রহণের আগে অদ্ভুতুড়ে পোস্টার, বিভ্রান্তিতে সাধারণ মানুষ