Digha Tourism: বড় আকর্ষণ! দুর্গাপুজোয় দিঘায় এ বার কেদারনাথ মন্দির দর্শনের সুযোগ!

Last Updated:

Digha Tourism: সর্বত্রই দুর্গা পুজোয় নানান থিম ফুটে ওঠে। দুর্গাপুজো বাঙালির কাছে নস্টালজিয়া আবেগ। এবার সেই আবেগ ও নস্টালজিয়ার সঙ্গে যুক্ত হতে চলেছে কেদারনাথ মন্দির!

+
দিঘা 

দিঘা 

দিঘা, সৈকত শী: দিঘায় জগন্নাথ মন্দির আগেই হয়েছে। প্রতিদিনই জগন্নাথপ্রেমীদের ভিড় মন্দিরে। এই দিঘায় এবার পুজোর সময় কেদারনাথ দর্শন এর সুযোগ! বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আর সব থেকে বড় পার্বণ হল দুর্গাপুজো। ফলে ক্যালেন্ডারের পাতায় আগস্টের প্রথম হলেও ইতিমধ্যেই দিকে দিকে দুর্গা পুজোর প্রস্তুতি শুরু হয়েছে। বর্তমান সময়ে দুর্গা পুজো মানেই, থিম পুজোর ছড়াছড়ি। বড় শহর থেকে ছোট শহর মফস্বল থেকে গ্রাম সর্বত্রই দুর্গা পুজোয় নানান থিম ফুটে ওঠে। দুর্গাপুজো বাঙালির কাছে নস্টালজিয়া আবেগ।
এবার সেই আবেগ ও নস্টালজিয়ার সঙ্গে যুক্ত হতে চলেছে কেদারনাথ মন্দির! ভারতের উত্তরাখণ্ড রাজ্যের অবস্থিত কেদারনাথ মন্দির। এই মন্দির একটি অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে জনপ্রিয়।  এই মন্দির দর্শন করার স্বপ্ন বা ইচ্ছে রয়েছে বহু মানুষের। কিন্তু সবার ক্ষেত্রে কেদারনাথ মন্দির পৌঁছে যাওয়ার সুযোগ হয় না। এবার দুর্গাপুজোই সেই সুযোগ দিঘায়।
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘার সর্বজনীন যুব দুর্গা উৎসব কমিটির এবারের দুর্গাপুজোর থিম কেদারনাথ দর্শন। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়েছে। দুর্গাপুজোর প্রায় দু’মাস আগে থেকে খুঁটি পূজার মাধ্যমে দিঘা শহরের বুকে এক টুকরো কেদারনাথ মন্দিরের সৌন্দর্য তুলে ধরতে তোড়জোড় শুরু করেছে পুজো উদ্যোক্তারা। থিমের পাশাপাশি ঠাকুর, প্যান্ডেল, লাইট এর ওপর জোর দিয়েছে এবারের বাজেট ২০ লক্ষ টাকা। বিগত কয়েক বছর এই ক্লাবের পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
আরও পড়ুন : নামে ‘নির্লজ্জ’! গুণে দুরন্ত! পোকা খাওয়া দাঁতের ব্যথা থেকে বিছের বিষের জ্বালা নিমেষে কমায় অবহেলায় বেড়ে ওঠা এই জংলি লতা
বিগত কয়েক বছর ধরে দিঘা শহরে বিগ বাজেটের পুজোর থিম তৈরি করে দর্শকদের তাক লাগিয়ে আসছে। দুর্গাপুজো ঘিরে বাঙালির নস্টালজিয়া। দুর্গাপুজোর ছুটি মানে বেড়াতে যাওয়া। এবার দুর্গা পুজোয় দিঘায় জগন্নাথ মন্দিরের সঙ্গে এবার দর্শন করুন কেদারনাথ মন্দির।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Digha Tourism: বড় আকর্ষণ! দুর্গাপুজোয় দিঘায় এ বার কেদারনাথ মন্দির দর্শনের সুযোগ!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement