Digha | Illish: ইলিশ কোথায়? ধরা যাবে না এই ইলিশদের! মাছের খোঁজে সমুদ্রে দীঘার মৎস্যজীবিরা

Last Updated:

Digha | Illish: দুমাসের ব্যান পিরিয়ড কাটিয়ে পূর্ব মেদিনীপুর জেলার প্রায় ২ হাজার মৎস্যজীবি ট্রলার ইলিশ সহ সামুদ্রিক মাছের খোঁজে সমুদ্র পাড়ি দিল।

+
ইলিশের

ইলিশের খোঁজে সমুদ্র পাড়ি দিল ট্রলার

#দিঘা: মাছের প্রজনন মরশুমে ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত মাছ ধরার ওপর সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। সরকারি নিষেধাজ্ঞার কারণে ৬১ দিন বন্ধ ছিল সমুদ্রে মৎস্য শিকার। শঙ্করপুর মৎস্যবন্দর ও দিঘা মোহনায় গিয়ে দেখা গেছে, সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য মৎস্যজীবীদের নানা প্রস্তুতি সারা। সমুদ্রে যাওয়ায় আগে সেরে ফেলা হয়েছে লঞ্চ - ট্রলারের পুজোপাঠ। মাছধরা জাল, জ্বালানী তেল, বরফ এবং প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী বোঝাই করা হয় ট্রলারে।মৎস্য দপ্তর সূত্রে খবর, কাঁথি সামুদ্র উপকূলে সরকার অনুমোদিত লঞ্চ-ট্রলার ও ভুটভুটির সংখ্যা প্রায় দু হাজার। তার মধ্যে গভীর সমুদ্রে মাছ ধরতে যাবে হাজারখানেক লঞ্চ - ট্রলার। বাকিদের বিচরণস্থল অগভীর সমুদ্র এলাকা।
কাঁথির সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) সুরজিৎ বাগ বলেন, ' সরকারি নিয়ম-নীতি মেনেই বুধবার থেকে সমুদ্রে মাছ ধরতে যেতে পারবে অনুমোদিত লঞ্চ-ট্রলার ও ভুটভুটিগুলি। এক্ষেত্রে লাইসেন্সের কাগজপত্র সহ মৎস্যজীবীদের জীবন বীমার নথি সঙ্গে রাখতে হবে। সমুদ্রে যাওয়া প্রত্যেক মৎস্যজীবীর লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করা হয়েছে।' ৬১ দিনের ব্যান পিরিয়ড কাটিয়ে ইলিশ সহ সামুদ্রিক মাছের খোঁজে বুধবার থেকে একে একে সমুদ্র যাত্রা শুরু করেছে মৎস্যজীবীদের লঞ্চ-ট্রলার।
advertisement
মৎস্যজীবীদের নির্দেশ দেওয়া হয়েছে ২৩ সেন্টিমিটার এর নিচের ইলিশ মাছ ধরা যাবে না। ৯০ মিলিমিটারের কম পরিধি ফাঁসের জাল ব্যবহার করা যাবে না। গত মরশুমে খরা ছিল সামুদ্রিক মাছের। লোকসানের জেরে সঙ্কটে অনেক লঞ্চ-ট্রলারের মালিক। নতুন মরশুমে ধারদেনা করে ফের ফের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ সহ সামুদ্রিক মাছ ধরা পড়বে এমন আশায় বুক বাঁধছেন তাঁরা।
advertisement
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Digha | Illish: ইলিশ কোথায়? ধরা যাবে না এই ইলিশদের! মাছের খোঁজে সমুদ্রে দীঘার মৎস্যজীবিরা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement