East Medinipur News: বিশাল আকারের এ কী উঠে এল জালে! দিঘা জুড়ে তোলপাড়, তুলকালাম কাণ্ড সৈকত শহরে

Last Updated:

East Medinipur News: বিক্রি হল তিরিশ হাজার টাকায়

+
দিঘায়

দিঘায় ধরা পড়ল এ কী

দিঘা: বিশাল আকৃতির শংকর মাছ এদিন দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে আসে মৎস্যজীবীরা। মাছটির ওজন ৭০ কেজি। বৃহৎ আকৃতির ওই শংকর মাছ দেখে দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে শোরগোল পড়ে যায়। উৎসাহী স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা মাছটি দেখতে ভিড় জমায়। এদিন মৎস্য নিলাম কেন্দ্রে একদিকে কই, ভোলা মাছ অন্য দিকে এই শংকর মাছ খুশির বাতাবরণ সৃষ্টি করেছে মৎস্যজীবীদের মধ্যে।
পরপর কয়েক বছর সামুদ্রিক মাছের খরা দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। ফলে ট্রলার মালিক থেকে মৎস্যজীবীরা আর্থিকভাবে ক্ষতির মুখ দেখছিলেন। এ বছর ব্যাঙ্ক পিরিয়ড শেষের শিকার হয়ে যাওয়ার সময় মৎস্যজীবীরা আশাবাদী ছিলেন, এবার সামুদ্রিক মাছ ভাল পরিমাণ উঠে আসবে জালে। মরশুমের শুরুর দিকেই মৎস্যজীবীদের আশানুরূপ মাছ উঠে আসছে জালে। ইলিশের দেখা না মিললেও অন্যান্য সামুদ্রিক মাছ ভাল পরিমান জালে জড়াচ্ছে। এর পাশাপাশি তেলিয়া ভোলা ও কই ভলা মৎস্যজীবীদের খুশির মাত্রা দ্বিগুণ করেছে। তার ওপর বাড়তি পাওনা বৃহৎ আকৃতির শংকর মাছ।
advertisement
advertisement
আরও পড়ুন: তুমুল দুর্যোগে মমতার চপার! আচমকা কপ্টারের জরুরি অবতরণে চোট মুখ্যমন্ত্রীর! এখন কেমন আছেন?
পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্র দীঘা মোহনা মৎস্যনিলাম কেন্দ্র। চলতি বছরে সমুদ্রে মাছ শিকার শুরু হয়েছে। কিন্তু মাত্রা অতিরিক্ত গরম ও দাবদাহের জন্য প্রথম সপ্তাহের সমুদ্রে মাছ শিকারের পরিবেশ সৃষ্টি হয়নি। অবশেষে দিঘায় ঝিরঝির বৃষ্টি সঙ্গে দোসর হাওয়া মৎস্যজীবীদের মাছ শিকারের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বিগত কয়েকদিন। পরপর দুদিন দিঘা মোহনায় মৎস্য নিলাম কেন্দ্রে উঠে এল লক্ষ লক্ষ টাকার তেলিয়া ভোলা, কই ভোলা ও শংকরসহ অন্যান্য সামুদ্রিক মাছ।
advertisement
এদিন দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে ৭০ কেজি ওজনের বৃহৎ একটি শংকর মাছ নিলামে ওঠে। এত বড় মাছ দেখতে পর্যটক ও স্থানীয়দের ভিড় লক্ষ্য করা যায় মৎস্য নিলাম কেন্দ্রে। শংকর মাছটি বৃহৎ আকৃতির হলেও দাম অত্যন্ত কম। মাছটি মাত্র তিরিশ হাজার টাকায় বিক্রি হয়। মাছটির দাম যাই হোক না কেন মরশুমের শুরুতেই বৃহৎ আকৃতির মাছ জালে ওঠায় খুশি ওই ট্রলারের মালিকরা। শুরুতে ইলিশের দেখা না মিললেও দিঘার মৎস্যজীবীরা আশা করছে এই মরশুমে ইলিশ-সহ অন্যান্য সামুদ্রিক মাছের জোগান প্রচুর পরিমাণে হবে মৎস্য নিলাম কেন্দ্রে।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: বিশাল আকারের এ কী উঠে এল জালে! দিঘা জুড়ে তোলপাড়, তুলকালাম কাণ্ড সৈকত শহরে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement