Gajan Sanyasi: হাজার হাজার বাঙালি গাজন সন্ন্যাসীর ভিড় উপচে পড়ছে ওড়িশার এই মন্দিরে

Last Updated:

প্রাচীন এই চন্দনেশ্বর মন্দির ওড়িশা রাজ্যের হলেও পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এই মন্দিরে গাজনের সন্ন্যাসী হয়ে পুণ্য লাভের আশায় হাজির হন।

+
title=

পূর্ব মেদিনীপুর: চলতি বাংলা বছর শেষ হতে আর এক সপ্তাহ। তার আগে বসবে গাজন ও চড়ক মেলা। সেই উপলক্ষে চন্দনেশ্বর মন্দিরে সন্ন্যাসীদের সমাগম হতে শুরু করেছে। পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্ত লাগোয়া এই মন্দিরে এই সন্ন্যাসীদের পাশাপাশি পর্যটকরাও ভিড় করতে শুরু করেছেন।
করোনা জন্য গত তিন বছর ধরে বন্ধ ছিল এই চন্দনেশ্বর মন্দিরের গাজন ও চড়ক মেলা। ২০২৩ সালে আবার নতুন করে শুরু হয়েছে গাজন ও চড়ক উৎসব। আজ‌ও চৈত্র মাসে গ্রাম বাংলার শিব মন্দিরে মন্দিরে হয় শিবের গাজন ও চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো এবং মেলা বসে। প্রাচীন এই চন্দনেশ্বর মন্দির ওড়িশা রাজ্যের হলেও পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এই মন্দিরে গাজনের সন্ন্যাসী হয়ে পুণ্য লাভের আশায় হাজির হন।
advertisement
advertisement
এই মন্দিরে গাজন উপলক্ষে কয়েক হাজার সন্ন্যাসীর সমাগম হয়। এই বছর এখনও পর্যন্ত প্রায় এক হাজারের মত সন্ন্যাসী এসেছেন বলে মন্দির কমিটি জানিয়েছে। মন্দিরের সম্পাদক তপন পন্ডা বলেন, বিভিন্ন রাজ্য থেকে বহু সন্ন্যাসী গাজন উপলক্ষে এখানে আসেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু সন্ন্যাসী এখানে অর্ঘ্য দিতে আসেন। এবার বাঙালিদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। থাকছে প্রশাসনিক সতর্কতা। পর্যাপ্ত পানীয় জল ও খাদ্যের বন্দোবস্ত রাখা হয়েছে। মেডিকেল টিমও থাকছে।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Gajan Sanyasi: হাজার হাজার বাঙালি গাজন সন্ন্যাসীর ভিড় উপচে পড়ছে ওড়িশার এই মন্দিরে
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement