Conjunctivitis : কনজাংটিভাইটিস আক্রান্ত রোগীর চোখের দিকে তাকালেই কী আপনার চোখেও হতে পারে জয়বাংলা? জানুন বিশেষজ্ঞের মত
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
Conjunctivitis: জয়বাংলা বা চোখ ওঠা! এই রোগ ছোঁয়াচে! 'কনজাংটিভাইটিস' আক্রান্ত রোগীর চোখের দিকে তাকালেই কী হতে পারে এই রোগ? জানুন
তমলুক: বর্ষার সময় অন্যান্য রোগের পাশাপাশি মাথাচাড়া দিয়ে উঠেছে ‘কনজাংটিভাইটিস’। পূর্ব মেদিনীপুরের প্রতি প্রান্তে সক্রিয় এই ভাইরাস। আক্রান্ত হচ্ছে বহু মানুষ। শুধু পরিবারের বড়রা নয়, এর থেকে মুক্তি পাচ্ছে না ছোট ছোট শিশুরাও। এই ভাইরাস অন্যান্য ভাইরাসের মতোই ছোঁয়াচে। ফলে যে এলাকায় একবার প্রবেশ করে সেই এলাকায় প্রায় ঘরে এই রোগে আক্রান্তের সংখ্যা দেখা যায়। ডাক্তারি পরিভাষায় দু’ধরনের ‘কনজাংটিভাইটিস’ দেখা যায়। সাধারণ ‘কনজাংটিভাইটিস’ হলে দু’তিন দিন পর স্বাভাবিকভাবেই সুস্থ হয়ে ওঠে মানুষ। কিন্তু ব্যাকটেরিয়াল ‘কনজাংটিভাইটিস’ আক্রান্ত হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হয়। কনজাংটিভাইটিস বা জয় বাংলায় আক্রান্ত রোগীরা কি কি করবেন সেই বিষয়ে জানালেন পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়।
ফিরে এসেছে সে। এসেছে ‘জয় বাংলা’। ছোট থেকে বড়, সবার মধ্যেই দ্রুত গতিতে ছড়াচ্ছে এই চোখের অসুখ। বাড়িতে একবার কেউ আক্রান্ত হলেই নিমেষে সকলেই এই রোগের খপ্পরে পড়ছেন। তাই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মুশকিল হল, এই অসুখ নিয়ে জনমানসে সতর্কতা তো দূর অস্ত, বরং বিভ্রান্তিই রয়েছে বেশি। এই যেমন অনেকেই মনে করেন, কনজাংটিভাইটিস বা জয়বাংলায় আক্রান্ত কোনও রোগীর চোখের দিকে তাকালেই নাকি এই অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়বে! আর সেই কারণেই আক্রান্তকে ঘর থেকে বেরতে মানা করা হয়। এমনকী তাঁকে অন্য কারও চোখের দিকে না তাকানোর পরামর্শ দেওয়া হয়।
advertisement
advertisement
‘কনজাংটিভাইটিস’ আক্রান্তের চোখের দিকে তাকালেই আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে? এই প্রশ্নের উত্তরে মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় জানান, ‘কনজাংটিভাইটিস’ আক্রান্ত ব্যক্তিদের কাছ থেকে কিছুটা সোশ্যাল ডিসটেন্স বজায় রাখতে হবে। যারা এই রোগে আক্রান্ত তারা কালো চশমা পরে বাইরে বেরোবেন। সাধারণ ‘কনজাংটিভাইটিস’ আক্রান্তরা চিকিৎসা ছাড়াই দু’তিন দিনের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারবেন। নরমাল ‘কনজাংটিভাইটিস’ এর লক্ষণ চোখ ফুলে ওঠা, চোখ লাল হওয়া। চোখ দিয়ে জল পড়া এবং আলোর দিকে তাকাতে অস্বস্তিবোধ করা। কিন্তু ব্যাকটেরিয়াল ‘কনজাংটিভাইটিস’ এর ক্ষেত্রে অন্যান্য উপসর্গের পাশাপাশি চোখে পিচুটি কাটে, সেক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে হবে।’
advertisement
Saikat Shee
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2023 1:22 AM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Conjunctivitis : কনজাংটিভাইটিস আক্রান্ত রোগীর চোখের দিকে তাকালেই কী আপনার চোখেও হতে পারে জয়বাংলা? জানুন বিশেষজ্ঞের মত