Lord Shiva-Sawan 2023: বাঁকুড়ায় লুকিয়ে ছিল শিব-লিঙ্গ! সামনে আসতেই যা ঘটছে! শ্রাবণ মাসে চমৎকার!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Lord Shiva-Sawan 2023: শত কষ্ট সহ্য করেও পাহাড়ের চরাই উৎরাই পেরিয়ে জল ঢালতে আসছেন ভক্তরা!
বাঁকুড়া: জানেন কি ? বাঁকুড়ায় রয়েছে একটি লুকানো শিব লিঙ্গ। পাহাড়ি এলাকার মনোরম পরিবেশে লুকিয়ে আছে এই শিব লিঙ্গ। বাঁকুড়ার সবচেয়ে উঁচু পাহাড় শুশুনিয়া পাহাড়ের ঠিক পিছনে রয়েছে রাজা চন্দ্রবর্মনের সুপ্রাচীন শিলালিপি। যে শিলালিপিতে খোদাই করা রয়েছে ইতিহাস। শিলালিপি যাওয়ার দুর্গম রাস্তায় চোখে পড়বে আরও একটি জলধারা, যার নাম জমধারা।
ঠিক তার পাশেই রয়েছে আরও একটি শৈবক্ষেত্র। তবে শিব ভক্তরা ঠিক পৌঁছে যান এখানে! গোটা শ্রাবণ মাস ধরেই এখানে মানুষের ভিড় জমে। এবং চলে পুজো! ভিড় জমান স্থানীয় মানুষজন থেকে দূরদূরান্তের ভক্তেরা!
advertisement
advertisement
প্রাগৈতিহাসিক মল্লভূমি ছাতনা। এই ছাতনার আনাচে কানাচে লুকিয়ে আছে মল্ল রাজাদের ইতিহাস এবং শিবের আরাধনা। শুধুমাত্র ছাতনা নয়, সমগ্র বাঁকুড়া জেলায় দেখা যায় বিভিন্ন শৈব ক্ষেত্র। সেই রকমই এই ছোট্ট শৈব ক্ষেত্রটিও বাদ যায় না জল ঢালার সময়। যদিও সারা বছর এই জায়গাটি মূলত জমধারা এবং রাজা চন্দ্রবর্মার রহস্যময় শিলালিপির জন্যেই চর্চায় থাকে। মানুষের আনাগোনা বিক্ষিপ্ত ভাবে লেগেই থাকে এই দুর্গম জায়গায়। শত কষ্ট সহ্য করেও পাহাড়ের চরাই উৎরাই পেরিয়ে জল ঢালতে আসছেন পুণ্যার্থীরা যা আধ্যাত্বিক ভারতের এক অপূর্ব বার্তা বহন করে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2023 8:45 PM IST