Purba Medinipur: সাজ সাজ রব, জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৬ মাস পর পূর্ব মেদিনীপুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

পূর্ব মেদিনীপুর জেলা সফরে মুখ্যমন্ত্রী 
পূর্ব মেদিনীপুর জেলা সফরে মুখ্যমন্ত্রী 
#পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৬ মাস পর পূর্ব মেদিনীপুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ইয়াস পরবর্তী ইয়াস পরবর্তী সময়ে ২৮ মে ২০২১ এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার দিঘাতে সফর করেছিলেন। ইয়াশ ঘূর্ণিঝড়ের তীব্র জলোচ্ছ্বাসে লন্ডভন্ড দিঘা পরিদর্শন করেছিলেন তিনি। সেই সময় তিনি দিঘাতে নতুন রূপে সাজানোর একাধিক নির্দেশ দিয়েছিলেন জেলা প্রশাসনকে। এছাড়াও দিঘা থেকে শৌলা পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণ কার্যের পর্যালোচনা করেছিলেন প্রশাসনিক বৈঠকে। দ্রুত ওই মেরিন ড্রাইভ নির্মাণ কার্য শেষ করার নির্দেশ দিয়েছিলেন প্রশাসনিক বৈঠকে। তারপর মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলার সফরে গিয়ে প্রশাসনিক বৈঠক করলেও, পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসেননি তিনি।
রাজ্যের তৃতীয়বার মুখ্যমন্ত্রীর রূপে শপথ গ্রহণের পর এই প্রথম ১৪ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরসূচি চূড়ান্ত করেছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুর জেলা শহর ঘিরে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায় প্রতিটি দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে অন্যান্য উন্নয়নমূলক কাজের রিপোর্ট তৈরি করতে। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে সেই রিপোর্ট পেশ করবেন জেলা প্রশাসনিক আধিকারিকগণ।
advertisement
আরও পড়ুনঃ সর্বভারতীয় NEET পরীক্ষায় সাফল্য মহিষাদলের দেবাঙ্কিতার
আগামী ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচন। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির দেবব্রত দাসের মৃত্যুর পর সভাধিপতির আসনটি খালি রয়েছে। মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সদস্যদের নিয়ে একটি বৈঠক করবেন জানা যায় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সূত্রে। প্রসঙ্গত বৃহস্পতিবার কলকাতায় দলীয় নেতৃত্ব নিয়ে বৈঠকে পূর্ব মেদিনীপুরে আসার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তড়িঘড়ি জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী, জেলা পুলিশ সুপার অমরনাথ কে সহ পূর্ব মেদনীপুর জেলার সমস্ত আধিকারিকরা তমলুক শহরের সুবর্ণ জয়ন্তী হল পরিদর্শন করেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিধায়ক না বিরোধী দলনেতা! কে হবেন পুজোর উদ্বোধক? তা নিয়ে ভোটাভুটি ক্লাব সদস্যদের
যদিও জেলা প্রশাসন সূত্রে জানা যায় জেলা প্রশাসন কার্যালয়েই মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন। এই সফরে প্রশাসনিক বৈঠক ছাড়াও মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ, দিঘা-শৌলা মেরিন ড্রাইভ-সহ গুচ্ছ প্রকল্পের। তার জন্য দফতর ভিত্তিক বিভিন্ন প্রকল্পের তালিকা তৈরির প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এদিন এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকও করেছেন জেলাশাসক। জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি বলেন, '১৪ তারিখ মুখ্যমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত নিমতৌড়িতে জেলা প্রশানিক ভবনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের পর্যালোচনা করতে করবেন। আমরা প্রশাসনিকভাবে তার প্রস্তুতি শুরু করেছি।'
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: সাজ সাজ রব, জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement