Weather Update: Heavy Rain Alert | বিকাল হতেই বদলে যাবে আবহাওয়া! কালো আকাশ, হু হু করে হাওয়া, সঙ্গে বৃষ্টি...রইল মেগা আপডেট
- Published by:Rachana Majumder
Last Updated:
Weather Update: Heavy Rain Alert | হাওয়া অফিসে রিপোর্ট অনুযায়ী আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া থাকবে।
রবিবারের পর সোমবারেও সকাল থেকেই মেঘলা আকাশ দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায়। বিকালের পর থেকে বাড়ছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিসে রিপোর্ট অনুযায়ী আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া থাকবে। শুধু পূর্ব মেদিনীপুর নয়, দক্ষিণবঙ্গের অন্য জেলাতেও কালবৈশাখী ঝড় বৃষ্টির প্রভাবে তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে৷ যার ফলে বেশ স্বস্তিতে সাধারণ মানুষেরা। তাপমাত্রা কম থাকায় মনোরম পরিবেশে দিঘা বেড়াতে এসে চুটিয়ে মজা উপভোগ করছেন পর্যটকেরা।advertisement
দিঘা ও সংলগ্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ২ মিলিমিটার। দিঘার শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিঘার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.২ ডিগ্রি। যা স্বাভাবিক থেকে ১ ডিগ্রি কম। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।advertisement
advertisement
দিঘা ও তার সংলগ্ন এলাকায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৯ শতাংশ। এদিন দুপুরের পর দিঘায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।advertisement
পূর্ব মেদিনীপুর জেলার সদর শহরেও কমেছে তাপমাত্রা। তমলুকে শহরে এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি কম।advertisement
বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬৭ শতাংশ। পূর্ব মেদিনীপুর জেলার শিল্পাঞ্চল শহর হলদিয়ার এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়ার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৩ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭০ শতাংশ। এদিন বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা হলদিয়ায়।advertisement
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। কাঁথি শহরেও এদিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের তাপমাত্রা সর্বোচ্চ ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব মেদিনীপুর জেলায় এদিন কালবৈশাখীর ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের।advertisement
এপ্রিল মাসের শেষ দিন রবিবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল সহ বেশ কিছু জায়গায় দুপুরের পর ঝড় বৃষ্টিতে ক্ষতি হয়েছে। হাওয়া অফিসের রিপোর্ট মে মাসের প্রথম কয়েকদিন দিঘা সহ জেলায় কালবৈশাখের ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সৈকত শীLocation :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2023 4:01 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Weather Update: Heavy Rain Alert | বিকাল হতেই বদলে যাবে আবহাওয়া! কালো আকাশ, হু হু করে হাওয়া, সঙ্গে বৃষ্টি...রইল মেগা আপডেট







