Panchayat Election 2023 Results: উলটপুরাণ শুভেন্দুর জেলায়, জোড়া ফুলকে হারিয়ে এই পঞ্চায়েত সমিতিতে ফুটল পদ্ম
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
রাজ্যজুড়ে সবুজ ঝড়ের মধ্যেই উলটপুরাণ শুভেন্দুর জেলায়। পূর্ব মেদিনীপুরের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতিতে জয়ী হল বিজেপি
পূর্ব মেদিনীপুর: রাজ্যজুড়ে সবুজ ঝড়ের মধ্যেই উল্টো ছবি পূর্ব মেদিনীপুরের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতিতে। তৃণমূলের হাত থেকে এই পঞ্চায়েত সমিতিটি ছিনিয়ে নিল বিজেপি। ১৯৯৮ সাল থেকে তমলুক-২ পঞ্চায়েত সমিতি শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি নামে পরিচিত। ২০০৮ সালে প্রথমবারের জন্য এই পঞ্চায়েত সমিতিতে জিতেছিল তৃণমূল কংগ্রেস। সেই থেকে টানা ১৫ বছর এটি তাদের দখলেই ছিল। অবশেষে জোড়া ফুলের বদলে এখানে ফুটল পদ্মফুল।
আরও পড়ুন: গণনায় কারচুপির অভিযোগে এবার সরব বিজেপি
এতদিন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ যাদের দখলে ছিল তারাই জিতত শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতিতে। কিন্তু এবার সেই নিয়ম বদলে গেল। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ৭০ টি আসনের মধ্যে ৫৬ টিতে জিতে ক্ষমতা দখল করেছে তৃণমূল। তবে শুভেন্দু অধিকারীর জেলায় এই পঞ্চায়েত সমিতিটি হাতছাড়া হয়েছে তাদের।
advertisement
advertisement
শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির মোট ৩০ টি আসনের মধ্যে ১৭ টিতে জয়ী হয়েছে বিজেপি। বাকি ১৩ টি জিতেছে তৃণমূল। এই পঞ্চায়েত সমিতিটি তমলুক বিধানসভার অন্তর্গত। ২১ এর বিধানসভায় এখানে জিতেছিলেন তৃণমূল প্রার্থী সৌমেন কুমার মহাপাত্র। যদিও তাঁর জয়ের ব্যবধান ছিল অত্যন্ত কম। তবে রাজনৈতিক মহলের বক্তব্য, শাসকদলের গোষ্ঠী কোন্দলের কারণেই পঞ্চায়েত সমিতি হাতছাড়া হয়েছে।
advertisement
সৈকত শী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2023 8:50 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Panchayat Election 2023 Results: উলটপুরাণ শুভেন্দুর জেলায়, জোড়া ফুলকে হারিয়ে এই পঞ্চায়েত সমিতিতে ফুটল পদ্ম