Panchayat Election 2023 Results: গণনায় কারচুপির অভিযোগে এবার সরব বিজেপি
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
বামেদের পর এবার গণনায় কারচুপির অভিযোগ তুলে সরব বিজেপি। নদিয়ার জেলাশাসকের কাছে এই নিয়ে স্মারকলিপিও জমা দিল তারা
নদিয়া: ভোট গণনায় অনিয়ম ও দলের কাউন্টিং এজেন্টদের হেনস্তা করার প্রতিবাদে সরব হল বিজেপি। পাশাপাশি অভিযোগ, গণনায় কারচুপি করে তাদের অনেক প্রার্থীকে হারানো হয়েছে। এরই প্রতিবাদে বুধবার কৃষ্ণনগরে জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিল গেরুয়া শিবি।
বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, বুধবার ভোট গণনা চলাকালীন করিমপুর-১ ব্লকের গণনা কেন্দ্রে নিয়ম ভেঙে ঢুকে পড়েন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তারপরই বিজেপির জিতে যাওয়া আসনগুলিতে দ্বিতীয় বার গণনা হয় বলে অভিযোগ। এরপরই তাঁদের বহু প্রার্থীকে পরাজিত বলে ঘোষণা করা হয়।
আরও পড়ুন: রাজ্যসভার পথে চা শ্রমিক
advertisement
advertisement
নদিয়ার জেলাশাসকের কাছে ভোট গণনা নিয়ে একাধিক অভিযোগ তুলে এই স্মারকলিপির জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি অর্জুন বিশ্বাস। তিনি বলেন, বিডিও চক্রান্ত করে অনেক জয়ী বিজেপি প্রার্থীকে হারিয়ে দিয়েছে। তাছাড়াও যারা জিতেছেন দীর্ঘক্ষণ অপেক্ষার পর তাঁরা সার্টিফিকেট পান। উল্লেখ্য, মঙ্গলবারই গণনায় কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছে বামেরা। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত অভিযোগ করেন।
advertisement
মৈনাক দেবনাথ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2023 7:35 PM IST