TMC BJP Alliance: সিপিএমকে আটকাতে তৃণমূল-বিজেপি জোট! একসঙ্গে গেরুয়া-সবুজ আবির উড়ল তমলুকে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
তমলুক ব্লকের বিষ্ণুবাড় ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ফলাফল ছিল বিজেপি পেয়েছিল ৫ টি আসন, তৃনমূল পেয়েছিল ৩ টি আসন ও সিপিএম এবং সিপিএম সমর্থিত নির্দল পেয়েছিল ৬টি আসন।
তমলুক: তৃণমূলকে আটকাতে পঞ্চায়েত ভোটে নিচুতলায় বিরোধীদের জোট দেখা গিয়েছিল অনেক জায়গায়৷ এবার পূর্ব মেদিনীপুরের তমলুকে দেখা গেল উল্টো ছবি৷ তমলুকের বিষ্ণুবাড় ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে সিপিএমকে ঠেকাতে একজোট হল তৃণমূল এবং বিজেপি৷ সিপিএমকে বোর্ড গঠন থেকে আটকাতেই দুই দল এই কৌশল নিয়েছে বলে সূত্রের খবর৷ যদিও মুখে কোনও দলের নেতারাই জোটের কথা স্বীকার করেনি৷ তবে বোর্ড গঠনের পর একসঙ্গেই সবুজ এবং গেরুয়া আবির খেলতে দেখা যায় দু দলের কর্মী সমর্থকদের৷
তমলুক ব্লকের বিষ্ণুবাড় ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ফলাফল ছিল বিজেপি পেয়েছিল ৫ টি আসন, তৃনমূল পেয়েছিল ৩ টি আসন ও সিপিএম এবং সিপিএম সমর্থিত নির্দল পেয়েছিল ৬টি আসন।
advertisement
ফলে বোর্ড গঠনের দৌড়ে এগিয়ে ছিল সিিপএমই৷ কিন্তু শেষ পর্যন্ত প্রধান এবং উপপ্রধান নির্বাচিত হন বিজেপি থেকেই৷ বিজেপির জয়ী প্রার্থীরা বেরিয়ে এসে বলেন, ‘আমরা পাঁচটি গ্রাম পঞ্চায়েতে আসনে জিতেছি। তবে আমাদের প্রধান এবং উপ-প্রধানকে আট জন ভোট দিয়েছে। গোপনে ভোট দিয়েছেন, তাই কে দিয়েছেন সেটা আমরা জানি না।’
advertisement
একইভাবে তৃণমূলও দায় এড়ায়। বোর্ড গঠন করতে না পেরে তৃণমূল এবং বিজেপির কড়া সমালোচনা করেছে সিপিএম৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 10, 2023 8:58 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
TMC BJP Alliance: সিপিএমকে আটকাতে তৃণমূল-বিজেপি জোট! একসঙ্গে গেরুয়া-সবুজ আবির উড়ল তমলুকে