East Medinipur News: ভানুর মৃত্যু, পালিয়েও পার পেলেন না স্ত্রী! এগরা বিস্ফোরণ কাণ্ডে বড় পদক্ষেপ সিআইডি-র
- Reported by:SAIKAT SHEE
- news18 bangla
Last Updated:
অবশেষে মঙ্গলবার গোপন সূত্র মারফৎ সিআইডি খবর পায়, গীতা বাগ তাঁর ভাইয়ের বাড়িতে ফিরেছেন ৷
এগরা: এগরার খাদিকুলে বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত মৃত ভানু বাগের স্ত্রী গীতা বাগকে গ্রেফতার করল সিআইডি৷ মঙ্গলবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে তাঁর ভাইয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে গীতা বাগকে৷ ১৬ মে বিস্ফোরণের পরেই ভানু বাগ-সহ তাঁর পুরো পরিবার এলাকা ছেড়ে পালিয়ে যায়৷ বিস্ফোরণে ঝলসে যাওয়া ভানু বাগের কটকের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে৷ শুধু ভানু বাগ নয় এগরার বিস্ফোরণের ঘটনায় ১২ জন মারা গিয়েছে।
এগরার বিস্ফোরণের তদন্তের ভার সিআইডি-র উপর তুলে দেয় রাজ্য পুলিশ। সেই মতো ঘটনার তদন্ত শুরু করে সিআইডি। বিস্ফোরণের ঘটনায় প্রথমে ভানু বাগের ছেলে ছেলে এবং ভাইপোকে আগেই গ্রেফতার করা হয়েছে৷ এগরায় ভানু বাগের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায়, তাঁর স্ত্রীকে গ্রেফতার করল রাজ্য পুলিশের সিআইডি। মঙ্গলবার রাতে পূর্ব মেদিনীপুরের রামনগর থেকে গ্রেফতার করা হয়৷ সেখানে তাঁর ভাইয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে গীতা বাগকে৷
advertisement
advertisement
প্রসঙ্গত এই ঘটনার মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় জড়িতে থাকায় তাঁর ছেলে পৃথ্বীজিৎ এবং ভাইপো ইন্দ্রজিতকে কটকের দু’টি পৃথক এলাকা থেকে গ্রেফতার করে রাজ্যে আনা হয় ৷ তবে, ভানু বাগের স্ত্রী ঘটনার পর থেকে পলাতক ছিলেন ৷ প্রথমে গীতা বাগকে ধরার জন্য সিআইডি-র একটি দল ওড়িশায় গিয়েছিল৷ সিআইডি সূত্রে খবর ছিল, গীতা বাগ ওড়িশার বালাসোরে গা ঢাকা দিয়েছিলেন৷ কিন্তু, সেখানে তাঁর কোনও হদিশ পাননি তদন্তকারী দলের প্রতিনিধিরা৷
advertisement
অবশেষে মঙ্গলবার গোপন সূত্র মারফৎ সিআইডি খবর পায়, গীতা বাগ তাঁর ভাইয়ের বাড়িতে ফিরেছেন ৷ মঙ্গলবার রাত্রেই পুলিশকে সঙ্গে নিয়ে সিআইডি আধিকারিকরা রামনগরে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে।
এ দিন গীতা বাগকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৬ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। বিস্ফোরণের ঘটনায় সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রামের বাসিন্দারা দোষীদের কড়ার শাস্তির দাবি জানিয়েছিলেন৷
advertisement
Saikat Shee
Location :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2023 9:12 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: ভানুর মৃত্যু, পালিয়েও পার পেলেন না স্ত্রী! এগরা বিস্ফোরণ কাণ্ডে বড় পদক্ষেপ সিআইডি-র