East Medinipur News: টানা বৃষ্টিতে পান চাষের বিপুল ক্ষতি
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
টানা বৃষ্টিতে জলের তলায় সমস্ত পানের বরজ, পুজোর আগে ক্ষতির মুখে চাষিরা
পূর্ব মেদিনীপুর: অবিশ্রান্ত বৃষ্টির জেরে জলমগ্ন পূর্ব মেদিনীপুরের প্রতিটি ব্লক। তবে নিম্নচাপ আরও ঘনীভূত হওয়ায় চিন্তা বেড়েছে। জেলাজুড়ে সর্তকতা জারি করেছে প্রশাসন। এদিকে পূর্ব মেদিনীপুর কৃষি প্রধান জেলা। ধান চাষের পাশাপাশি প্রধান অর্থকরী ফসল পান। কোলাঘাট ও পাঁশকুড়া বাদ দিয়ে জেলার প্রতিটি ব্লকের বহু চাষি পান চাষের সঙ্গে যুক্ত। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পানের বরজগুলো। ফলে নষ্ট হয়ে যাচ্ছে পান। তাতে মাথায় হাত পড়ার জোগাড় জেলার হাজার হাজার কৃষকের।
পূর্ব মেদিনীপুর জেলার ২৩ টি ব্লকে প্রায় ৬ হাজার ২৫১ হেক্টর জমিতে পান চাষ হয়। কিন্তু গত কয়েকদিনের প্রবল বর্ষণ কারণে প্রতিটি পানের বরজে জল দাঁড়িয়ে গিয়েছে। পান গাছের গোড়ায় জল জমলে সমস্ত পান নষ্ট হয়ে যায়। ফলে জেলার বেশিরভাগ পান নষ্ট হয়ে গিয়েছে বলে জানাচ্ছেন চাষিরা। পুজোর মুখে এই বিপুল পরিমাণ ক্ষতির ধাক্কায় রীতিমতো কাতর কৃষকরা। কেউ লোন নিয়ে, কেউবা জমানো টাকা খরচ করে পানের বরজ বানিয়েছিলেন। তাতে তরতাজা সবুজ সতেজ পানপাতাও বের হয়েছিল। কিন্তু টানা অবিশ্রান্ত বৃষ্টি তছনছ করে দিয়েছে জেলার পান উৎপাদনকে।
advertisement
advertisement
কী খাবেন, কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না পান চাষিরা! এই জেলায় কালিবাংলা পানের বাজার দর বেশ চড়া। কিন্তু টানা বৃষ্টিতে সেই বহুমূল্য পানও নষ্ট হয়ে গিয়েছে। সব মিলিয়ে সারা বছর কী করে সংসার চালাবেন এবং কী করে মহাজনের টাকা শোধ করবেন তা ভেবে পাচ্ছেন না পান চাষিরা। তাঁরা ভাবতে পারেননি শরৎকালে এমন বৃষ্টি হবে।
advertisement
সৈকত শী
Location :
Kolkata,West Bengal
First Published :
October 05, 2023 2:09 PM IST