East Medinipur News: বয়স ৫০ এর দোরগোড়ায়, আজ কৈশোরকে ফিরে পেলেন হ্যামিলটন স্কুলের প্রাক্তনীরা
- Published by:Rachana Majumder
- local18
Last Updated:
সালটা ১৯৯০৷ তমলুক শহরের স্বনামধন্য হ্যামিলটন স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল কাজল, সৌমেন, বলাই, গৌতম, আলমগীররা৷ আজ তারা আবার একত্রিত খেলার মাঠে।
তমলুক: কেউ শিক্ষক, কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার, কেউ গবেষক, কেউ সরকারি কর্মচারী, কেউ সাংবাদিক। প্রত্যেকেই নিজে নিজে পেশায় নিজে নিজে সংসার জীবনে ব্যস্ত৷ কিন্তু মনের কোণে কৈশোরে গেঁথে যাওয়া বন্ধুত্বকে আজও বুকে নিয়ে বেড়াচ্ছে। সংসার ও কর্মজীবনের ব্যস্ততা ভুলে আবারও একজোট হয়েছে তারা। আরে একজোট হওয়ার সূত্র একটাই, সবাই একই স্কুল থেকে একই বছরে জীবনের প্রথম পরীক্ষায় বসেছিল।
সালটা ১৯৯০৷ তমলুক শহরের স্বনামধন্য হ্যামিলটন স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল কাজল, সৌমেন, বলাই, গৌতম, আলমগীররা৷ আজ তারা আবার একত্রিত খেলার মাঠে।
আরও পড়ুন- উন্নয়ন ইস্যুকে সামনে রেখেই ভোট প্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
আসলে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় বন্ধুত্ব, সম্পর্ক। তবুও মনের কোণে বাসা বাঁধে স্কুলের ফেলে আসা দিনগুলো। মন চায় নিজের সহপাঠীদের সঙ্গে হইহুল্লোড়ে মেতে উঠতে। নিজেদের মনের সেই ডাকটাকেই বাস্তবে রূপ দিল হ্যামিলটন স্কুলের ১৯৯০ সালের মাধ্যমিক ব্যাচ। স্কুলের প্রিয় চারজন শিক্ষককে শ্রদ্ধার্ঘ্য নিবেদন স্বরূপ নিজেদের মধ্যে ক্রিকেট দল বানিয়ে মাঠে নেমে পড়ল তারা।
advertisement
advertisement
কথায় আছে বন্ধুত্বের বয়স বাড়ে না। কর্ম ও সংসার জীবনের ব্যস্ত তাকে পাশে ফেলে বন্ধুত্বের পুরনো সম্পর্কে নতুনভাবে সলতে পাকাছে সৌভিক, কাজল সৌমেন, মলয়-সহ তমলুকের হ্যামিলটন হাইস্কুলের নব্বই সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা। শুধু নিজেদের মধ্যে ক্রিকেট খেলা নয় সামাজিক কাজেও সমাজের প্রতি বার্তা দেওয়ার চেষ্টা নাইন্টিজ হ্যামিলটনিয়ানদের!
Saikat Shee
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 9:35 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: বয়স ৫০ এর দোরগোড়ায়, আজ কৈশোরকে ফিরে পেলেন হ্যামিলটন স্কুলের প্রাক্তনীরা