East Medinipur News: বাল্যবিবাহ ও নারী পাচার রোধে প্রজাতন্ত্র দিবসে শপথ বাক্য পাঠ করলেন প্রশাসনিক কর্তারা
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
পূর্ব মেদিনীপুরের বাল্যবিবাহ ও নারী পাচার ভয়ঙ্করভাবে বাড়ছে। এই পরিস্থিতি বদলাতে প্রজাতন্ত্র দিবসের সকালে শপথ বাক্য পাঠ করলেন জেলা প্রশাসনের কর্তারা
পূর্ব মেদিনীপুর: জেলায় বাড়ছে নারী পাচার ও বাল্যবিবাহ। আর তাই ৭৪ তম সাধারণতন্ত্র দিবসে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বাল্যবিবাহ ও নারী পাচার রোধে বিশেষ শপথ বাক্য পাঠ করল।
পূর্ব মেদিনীপুর জেলায় জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্যারেড ও ট্যাবলো পদর্শনের মাধ্যমে পালিত হল ৭৪ তম সাধারণতন্ত্র দিবস। তমলুকের রাখাল গ্রাউন্ডে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাল্যবিবাহ ও নারী পাচার রোধে শপথ বাক্য পাঠ করা হয়।
প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের অন্যান্য জেলার থেকে এগিয়ে আছে। প্রতিবছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ অন্যান্য পরীক্ষায় এই জেলার ছাত্রছাত্রীরা দুর্দান্ত ফলাফল করে। কিন্তু সেই জেলাতেই বাল্যবিবাহ ও নারী পাচার সমস্যা ভয়ঙ্কর হয়ে উঠেছে। যা নিয়ে প্রবল চিন্তায় পড়েছে জেলা প্রশাসন।
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন বিভিন্নভাবে সচেষ্ট হয়েছে বাল্যবিবাহ ও নারী পাচার রোধে। তা সত্ত্বেও বাল্যবিবাহ কমছে না। বিশেষ করে করোনা পর্বের পর জেলায় বেড়েছে বাল্যবিবাহ। পরিস্থিতি বদলাতে স্কুলে বিশেষ সচেতনতা শিবিরের পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে স্পেশাল ড্রাইভ নেওয়া হয়েছে। তা সত্ত্বেও বাল্যবিবাহ উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে তাই ৭৪ তম সাধারণত দিবসের দিনই বাল্যবিবাহ ও নারী পাচার রোধে শপথ বাক্য পাঠ করা হয়। জেলাশাসক ও জেলা পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের সমস্ত আধিকারিক ও পুলিশ কর্তারা শপথ বাক্য পাঠ করেন।
advertisement
সৈকত শী
Location :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2023 3:35 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: বাল্যবিবাহ ও নারী পাচার রোধে প্রজাতন্ত্র দিবসে শপথ বাক্য পাঠ করলেন প্রশাসনিক কর্তারা