East Medinipur News: গ্রাম থেকে উঠে আসা যুবক... মুম্বই আইআইটিতে চমকে দেওয়া গবেষণা... জেলার ছেলের হাতেই পুরস্কার

Last Updated:

ছোটবেলা থেকেই মেধাবী দেবব্রত প্রত্যন্ত গ্রাম থেকে মেধার জোরে বর্তমানে নিজেকে এই জায়গায় প্রতিষ্ঠিত করেছেন।

+
বিজ্ঞানী

বিজ্ঞানী দেবব্রত মাইতি

তমলুক: এবছর রসায়নে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পেলেন বোম্বে আইআইটির অধ্যাপক ও গবেষক দেবব্রত মাইতি। পেশাগত কারণে মুম্বাইয়ে থাকলেও দেবব্রতের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের শ্রীরামপুর গ্রামে। বিজ্ঞান ও প্রযুক্তির জন্য শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার দেওয়া হয়। জীববিজ্ঞান, রসায়ন, পরিবেশ বিজ্ঞান, প্রকৌশলে উল্লেখযোগ্য এবং অসামান্য গবেষণা, প্রয়োগ বা মৌলিক গবেষণার জন্য কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR ) দ্বারা প্রতি বছর অনূর্ধ্ব ৪৫ বছর বয়সী গবেষকদের এই পুরস্কার দেওয়া হয়।
২০২৩ সালের শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার বিজ্ঞানে মৌলিক গবেষণা ও অবদানের জন্য দেশজুড়ে বেশ কিছু গবেষককে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের চারজন এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। যার মধ্যে রয়েছেন তমলুকের দেবব্রত মাইতি। ছোটবেলায় থেকে মেধাবী দেবব্রত, তমলুক ব্লকের গ্রামের স্কুল শ্রীরামপুর এগ্রিকালচার হাই স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন। তারপর বেলুড় রামকৃষ্ণ মিশন থেকে রসায়নে স্নাতক করেন। বোম্বে আইআইটি থেকে রসায়নে স্নাতকোত্তর পাশ করার পর, আমেরিকার জন হপকিংস ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন। দেশে ফিরে বোম্বে আই টি আই টি -তেই তিনি অধ্যাপনা কাজের সঙ্গে যুক্ত।
advertisement
advertisement
আরও পড়ুন: বলুন তো দেখি একবার রান্না করে সারা বছর খাওয়া যায় কোন জিনিস? উত্তর দিতে গিয়ে হিমশিম খাচ্ছে সবাই
বোম্বে আইআইটি -তেই তিনি অধ্যাপনার পাশাপাশি গবেষণার সঙ্গে যুক্ত। তাঁর গবেষণার বিষয় কার্বন ও হাইড্রোজেন পরমাণু পরস্পর রাসায়নিক বন্ধনে যুক্ত হয়ে গড়ে তোলে জৈবিক অণুর প্রাথমিক গঠন।
advertisement
তাঁর আবিষ্কারের জন্যই এ বছর শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পাচ্ছেন তিনি। ছোটবেলা থেকেই মেধাবী দেবব্রত প্রত্যন্ত গ্রাম থেকে মেধার জোরে বর্তমানে নিজেকে এই জায়গায় প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু তারপরও তিনি ভোলেননি তাঁর শিকড়কে। তাই সময় পেলেই গ্রামের বাড়িতে আসেন তিনি। এমনকি গ্রামের পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডাও দেন। অধ্যাপনা ও গবেষণার পাশাপাশি দেবব্রত ভালোবাসেন গান শুনতে। দেবব্রতের এই সাফল্যে খুশি তাঁর পরিবার, প্রাক্তন স্কুলের শিক্ষক শিক্ষিকার পাশাপাশি গ্রামের মানুষজন।
advertisement
সৈকত শী
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: গ্রাম থেকে উঠে আসা যুবক... মুম্বই আইআইটিতে চমকে দেওয়া গবেষণা... জেলার ছেলের হাতেই পুরস্কার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement