Purba Medinipur News: বিডিও'র সঙ্গে দেখা করলেন তমলুক ব্লকের ১২ জন পঞ্চায়েত প্রধান

Last Updated:

আবাস যোজনা প্রকল্পের জন্য নতুন করে সার্কুলার জারি হয়েছে। ওই সার্কুলারে কষ্টই করা আছে সরকারি আবাস যোজনায় কারা কারা উপভোক্তা হতে পারবে। সেই সার্কুলার অনুযায়ী তমলুক ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন উপভোক্তার নাম বাদ পড়ে।

+
তমলুক

তমলুক ব্লক

#তমলুক : আবাস যোজনা প্রকল্পের জন্য নতুন করে সার্কুলার জারি হয়েছে। ওই সার্কুলারে কষ্টই করা আছে সরকারি আবাস যোজনায় কারা কারা উপভোক্তা হতে পারবে। সেই সার্কুলার অনুযায়ী তমলুক ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন উপভোক্তার নাম বাদ পড়ে। আর তারপরই তমলুক ব্লকের ১২ টি গ্রাম পঞ্চায়েত এর প্রধান এ নিয়ে বিডিওর সঙ্গে দেখা করে বৈঠক করেন। নতুন নোটিশ অনুযায়ী, আববাসজনক আবাস যোজনা প্রাপকদের তালিকা নতুন ভাবে নির্মাণের আগে উপভোক্তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির আবেদন জানান তারা। প্রসঙ্গত আবাস যোজনা কারা পাবে ও কারা পাবে না তা নিয়ে একটি নতুন নির্দেশিকা জারি হয়েছে প্রশাসনের তরফ থেকে সেখানে ১৭ দফা নির্দেশিকা দেওয়া হয়েছে, যে সব কারণের জন্য আবাস যোজনা বাদ যাবে—
১। পাকা বাড়ি বা অন্য কোন সরকারী ঘর এর অনুমোদন পেলে।
২। পরিবারের কেউ যদি কোন সরকারী ঘর পেয়ে থাকে।
advertisement
৩। উপভোক্তা যদি অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে থাকে।
৪। উপভোক্তা যদি নমিনি ছাড়া মারা যায়।
৫। উপভোক্তার দু চাকা, তিন চাকা বা চার চাকার গাড়ি থাকে।
৬। মাছ ধরার বোট থাকলে।
advertisement
৭। উপভোক্তার ট্রাকটর বা পাওয়ার টিলার থাকলে।
৮। কিষাণ ক্রেডিট কার্ড এর লোন নেওয়ার ক্ষমতা ৫০ হাজার উপরে থাকলে।
৯। পরিবারের কেউ সরকারী চাকরি করলে।
১০। পরিবারের কোন সদস্য যদি মাসে দশ হাজার টাকা রোজগার করে।
আরও পড়ুনঃ শীত বা গ্রীষ্ম বা হোক বর্ষা, পাঁশকুড়ার একটাই যন্ত্রনা, রেলগেট!
১১। কেউ যদি ইনকাম ট্যাকস প্রদান করে।
advertisement
১২। কেউ যদি প্রফেসনাল ট্যাকস প্রদান করে।
১৩। নিজের নামে যদি ফ্রিজ থাকে।
১৪। নিজের নামে যদি ল্যান্ড ফোন থাকে।
১৫। নিজের নামে আড়াই একর বা তার বেশি চাষযোগ্য জমি এবং অন্তত পক্ষে একটি সেচযোগ্য যন্ত্র থাকে।
১৬। নিজের নামে পাঁচ একর বা তার বেশি দুই ফসলি বা তিন ফসলি চাষযোগ্য জমি থাকে।
advertisement
১৭। কারুর সাড়ে সাত একর এর বা তার বেশি জমি থাকে এবং অন্তত পক্ষে একটি সেচযোগ্য যন্ত্র থাকে।
আরও পড়ুনঃ বিশ্ব প্রতিবন্ধী দিবসের প্রাক্কালে নিজেদের দাবি নিয়ে সোচ্চার প্রতিবন্ধীরা
এই সব কারণগুলির জন্য আবাস যোজনা থেকে বাদ যাবে। এই নির্দেশিকা জারি হওয়ার পরেই সমস্যায় পড়েছে আবাস যোজনার তালিকায় থাকা উপভোক্তারা। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধুমাত্র ইটের দেওয়াল রয়েছে এরকম মানুষের নাম বাদ পড়ছে সরকারি নিয়ম অনুযায়ী। তাই প্রশাসনকে মানবিক হওয়ার আবেদন জানিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানরা বিডিও এর দ্বারস্থ হয়।
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: বিডিও'র সঙ্গে দেখা করলেন তমলুক ব্লকের ১২ জন পঞ্চায়েত প্রধান
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement