Durga Puja 2022|| চোখের জলে কন্যা বিদায়! মহিষাদল থেকে শোভাবাজার পাড়ি ১০০০ কেজির দুর্গা 

Last Updated:

1000 Kilogram weight bronze Durga idol: কারখানায় ছোট বড় নানান সাইজ দেবদেবীর মূর্তি গড়ে তোলা হয় প্রতিবছর। এ বারে ১০০০ কেজি ওজনের দেবী দুর্গা প্রতিমা তৈরি করে কলকাতায় পাঠালেন মহিষাদলের প্রফুল্ল রানা।

+
title=

#মহিষাদল: পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রানা পরিবার, দীর্ঘদিন ধরে পারিবারিক ব্যবসা ছোট ছোট পেতলের দেবী মূর্তি, বাসন তৈরির। কিন্তু এ বারে তৈরি করে ফেললেন আস্ত পেতলের দেবী দুর্গা মূর্তি। এই মূর্তির কারিগর প্রফুল্ল রানার কথায় পিতলের মূর্তি তৈরির ব্যবসা বংশানুক্রমিক। ঠাকুর দা, বাবা পেতলের জগ মূর্তি তৈরি করতেন, তিনিও প্রায় ৩০ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত।
কলকাতার এক কারিগর রিন্টু পাল তাঁকে পেতলের দেবী দুর্গা মূর্তি তৈরির কথা বলেন। ফাইবারের ছাঁচে পিতলের ঢালাই করে তিনি এই মূর্তি তৈরি করেছেন প্রায় আড়াই মাসের পরিশ্রমে। দুর্গামূর্তিটি ৮ ফুট লম্বা এবং ওজনে প্রায় এক টন বা ১০০০ কেজি ওজনের কাছাকাছি।
আরও পড়ুনঃ আর্থিক সঙ্কটে কাটছে দিন, পর্দার প্রথম মহিষাসুরের দিকে সাহায্যের হাত বাড়ালেন সায়নী
এতদিন ধরে নিজের মেয়ের মতোই এই দুর্গা প্রতিমা গড়েছেন, তৈরি শেষ হয়ে যাওয়ার পরে এ বার মূর্তি কলকাতায় পাঠানোর পালা। বিয়ের পরে নিজের মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় যেমন প্রত্যেক বাবা বিষাদগ্রস্ত হয়ে পড়েন, তেমনই চোখে জল বিষাদগ্রস্ত মুখ নিয়ে দেবীর মূর্তি কলকাতায় পাঠিয়েছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিশ্বকর্মা পুজোর সকালেই দুর্যোগের শুরু, নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে জেলায় জেলায় প্রকৃতির তাণ্ডব
প্রায় তিন মাস ধরে তিল তিল করে গড়ে তুলছিলেন দেবী প্রতিমা। প্রতিমা গড়ার কাজ শেষ। বিদায় বেলায় মন ভারাক্রান্ত শিল্পীর চোখের জলে বিদায় দিলেন নিজের হাতে গড়া প্রতিমাকে। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল গড় কমলপুর গ্রামে বেশ কিছু পরিবার ডোকরার শিল্পের সঙ্গে যুক্ত। নিজস্ব কারখানায় ছোট বড় নানান সাইজ দেবদেবীর মূর্তি গড়ে তোলেন তাঁরা। এ বার ১ হাজার কেজি ওজনের দেবী দুর্গা প্রতিমা তৈরি করে কলকাতায় পাঠালেন মহিষাদলের প্রফুল্ল রানা।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Durga Puja 2022|| চোখের জলে কন্যা বিদায়! মহিষাদল থেকে শোভাবাজার পাড়ি ১০০০ কেজির দুর্গা 
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement