East Bardhaman News: পার্থেনিয়ামের বিপদ থেকে রক্ষা করতে উদ্যোগ
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
বীজ হওয়ার আগেই পার্থেনিয়াম গাছ নিধনে উদ্যোগী হওয়া জরুরি বলে তিনি জানান। এলাকায় স্বাস্থ্য ও পরিবেশবান্ধব র্যালি বের হয়।
পূর্ব বর্ধমান: মানুষের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক উদ্ভিদ পার্থেনিয়াম। যদিও তাকে উদ্ভিদের বদলে ঝোপঝাড় বলাটাই শ্রেয় হবে। সেই পার্থেনিয়ামের বৃদ্ধি রোধ করতে বিশেষ উদ্যোগ এক স্বেচ্ছাসেবী সংস্থার। বৃক্ষ বন্ধু সমন্বয় দলের উদ্যোগে এবং সুইচ অন ফাউন্ডেশনের সহযোগিতায় পরিবেশ দূষণ রোধ করতে এই পদক্ষেপ করা হয়।
পূর্ব বর্ধমানের বর্ধমান-২ ব্লকের হাটগোবিন্দপুর রামনগর এলাকায় এই কর্মসূচি পালিত হয়। দুই সংস্থার যৌথ উদ্যোগে পরিবেশ দূষণ রোধে পদযাত্রা, সেমিনার ও সেই সঙ্গে পার্থেনিয়াম নিধনের কর্মসূচি আয়োজিত হয়। পদযাত্রা শেষে বৃক্ষ দত্তক কর্মসূচির অংশ হিসেবে রামনগর যুব সংঘে তারা ৬০ টি গাছ রোপন ও দত্তক নেওয়ার ব্যবস্থা করা হয়। কর্মসূচিটিতে ছাত্র-ছাত্রীদেরও অন্তর্ভুক্ত করা হয়। তাদের নিয়ে আলোচনা সভা আয়োজিত হয়।
advertisement
advertisement
এই কর্মসূচি প্রসঙ্গে আয়োজকদের তরফে বৃক্ষবন্ধু সোমনাথ গুপ্ত জানান, পরিবেশ দূষণ রোধে ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা সভা আয়োজিত হয়। বীজ হওয়ার আগেই পার্থেনিয়াম গাছ নিধনে উদ্যোগী হওয়া জরুরি বলে তিনি জানান। এলাকায় স্বাস্থ্য ও পরিবেশবান্ধব র্যালি বের হয়। এই র্যালি চলাকালীন পার্থেনিয়াম গাছ চোখে পড়লেই তা উপড়ে ফেলা হয়।
এই কর্মসূচিতে সংস্থার সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক নিশীথ কুমার মালিক সহ এলাকার প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2023 8:24 PM IST