প্রকাশ্য রাস্তায় একে অন্যকে তুমুল জুতোপেটা! ভিডিও দেখে হাসবেন নাকি কাঁদবেন, দেখুন তো
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Viral Video : দুই মধ্যবয়সী পুরুষ নিয়ন্ত্রণ হারিয়েছেন এবং আক্রমনাত্মকভাবে তাঁদের জুতা খুলে একে অপরকে মারছেন...
খোলা আকাশের নীচে জনসাধারণের ঝগড়া নতুন কিছু নয়। তবে ভীড়ের মধ্যে প্রকাশ্যে মারধর? এমন বেশ কিছু সময় আছে যখন তর্ক বেড়ে গিয়ে তা শারীরিকভাবে লড়াইয়ের রূপ ধারণ করে। একটি ভাইরাল ভিডিও ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে যেখানে দুই মধ্যবয়সী পুরুষ নিয়ন্ত্রণ হারিয়েছেন এবং আক্রমনাত্মকভাবে তাঁদের জুতা খুলে একে অপরকে মারছেন। ভাইরাল ভিডিওতে নেটিজেনরা দু'ভাগে বিভক্ত হয়ে দিয়েছে। কোথাকার ঘটনা তা এখনও জানা যায়নি।
Guns down, shoes up! pic.twitter.com/WBPjm1pm3M
— Tam Khan (@Tam_Khan) September 5, 2022
advertisement
ভাইরাল ভিডিওতে দুই ব্যক্তি তাঁদের জুতা দিয়ে একে অপরকে খুব আক্রমণাত্মকভাবে মারছে। ক্লিপটিতে দেখা যাচ্ছে যে দু'জন এক হিংসাত্মক ঝগড়ায় লিপ্ত হয়েছে, যেখানে একজন লোক অন্যের শার্টের কলার ধরে টেনে তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলার চেষ্টা করে। ক্যামেরায় ধরা পড়া ফুটেজে আরও দেখা যাচ্ছে যে কোনও পুরুষই হাল ছেড়ে দিতে রাজি নয়। তাঁরা একে অপরকে কঠিন লড়াইয়ে কুপোকাত করার চেষ্টা করছেন। মারামারির দৃশ্য তখন দেখা যায় যে একজন লোক ঝগড়ার মধ্যে ঢুকে সেই ঝগড়া ভাঙার চেষ্টা করেন। অবশেষে ঝগড়া থামে। লড়াইয়ের পরে দুজন তাঁদের জুতো পরে নিয়ে জায়গা ছেড়ে চলে যান। তবে কী কারণে সংঘর্ষ হয়েছে তা স্পষ্ট নয়।
advertisement
ভিডিওটি তাম খান নামে একজন টুইটার ব্যবহারকারী আপলোড করেছিলেন এবং এটি কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভিডিওর ক্যপশনে বলা হয়েছে, "আমি বলতে চাই এটি বন্দুকের চেয়ে ভাল।" ঘটনাটি দেখে নেটিজেনরা এটি নিয়ে হাস্যকর খোঁচা দিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, "এটি বন্দুক, একে৪৭, অ্যাটম বোমা, এয়ার বোমা ইত্যাদির চেয়ে ভাল। এটি বিশ্বের সব দেশেরই শেখা উচিত। তাঁদের উচিত সমস্ত অস্ত্র ফেলে দেওয়া এবং শুধুমাত্র এই ধরনের অস্ত্র দিয়ে যুদ্ধ করতে শেখা।" অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, "ওঁরা নারীদের পেছনে ফেলে এগিয়ে গেছে।"
Location :
First Published :
September 12, 2022 2:56 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
প্রকাশ্য রাস্তায় একে অন্যকে তুমুল জুতোপেটা! ভিডিও দেখে হাসবেন নাকি কাঁদবেন, দেখুন তো