East Bardhaman News: নাম শিল্পগ্রাম, সেখানেই বসেছে নাট্যমেলার আসর
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের চরমানা শিল্পগ্রামে চলছে অঙ্গন নাট্যমেলা
পূর্ব বর্ধমান: দামোদরের ধারে অবস্থিত এই গ্রামের নাম চরমানা শিল্পগ্রাম। এখানকার গ্রামবাসীরা মূলত কৃষিকাজ ও দিনমজুরী করে জীবনযাপন করেন। কিন্তু এর পাশাপাশি এই গ্রামের মানুষদের একটি সহজাত প্রতিভা আছে। তাঁরা লোকনাট্য, লোকশিল্পী, লোকগান, যাত্রার মত অভিনয়ের নানান আঙ্গিকে সুদক্ষ। খণ্ডঘোষ ব্লকে অবস্থিত এই গ্রামটি।
এই চরমানা গ্রামেই দীর্ঘদিনের আসা যাওয়া ছিল বর্ধমানের রাধানগর পাড়ার বাসিন্দা বিষ্ণু মুখার্জির। বিষ্ণুবাবু নিজে একটি নাটকের সংস্থা চালান। দীর্ঘদিনের আসা যাওয়ায় যেন এই গ্রামের মায়ায় আবদ্ধ হয়েছিলেন তিনি। পছন্দ হয়েছিল গ্রামের মানুষের প্রতিভা ও গ্রামের মনোরম পরিবেশকে। সেই তিনি ২০১৯ সালে এই গ্রামের মানুষদের সঙ্গে নিয়ে শুরু করেন এক নাট্যমেলা, যার নাম 'নিষাদ নাট্যমেলা'। এই নাট্য মেলায় প্রসেনিয়াম অর্থাৎ মঞ্চনাটক নয়, বরং থার্ড ফর্ম বা অঙ্গন নাট্য অভিনীত হয়।
advertisement
আরও পড়ুন: বাঁকুড়ায় রমরমিয়ে চলছে খাদি হস্তশিল্প মেলা
advertisement
এইনাট্যমেলা প্রসঙ্গে বিষ্ণু মুখার্জি জানান, চার বছর হল নাট্যমেলা শুরু হয়েছে। এর আগে তিনি বর্ধমান শহরে অন্বেষা সাংস্কৃতিক সংস্থার একজন প্রতিষ্ঠিত সদস্য ছিলেন। মূলত শান্ত পরিবেশ, দূষণমুক্ত পরিবেশের কারণে চরমানা গ্রাম তাঁকে আকর্ষণ করে। এই নাট্যমেলার খরচ সাধারণ মানুষের সাহায্য ও বিভিন্ন জায়গায় গান-বাজনা করে উঠে আসে। ১৫ ফেব্রুয়ারি এখানে নাট্যমেলা শুরু হয়েছে, চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। নাটক দেখার জন্য কোনও টিকিট কাটতে হবে না।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2023 3:39 PM IST
