Bankura News: বাঁকুড়ায় রমরমিয়ে চলছে খাদি হস্তশিল্প মেলা
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
বাঁকুড়ায় চলছে খাদি হস্তশিল্প মেলা। রাজ্যের মোট ১৬ টি জেলা থেকে শিল্পীরা এই মেলায় স্টল দিয়েছেন। ব্যাপক বিক্রিবাটা হচ্ছে।
বাঁকুড়া: জেলা পরিষদ অডিটরিয়াম প্রাঙ্গণে চল খাদি, হস্তশিল্প ও হস্ততাঁত মেলা ২০২৩। রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতর, বস্ত্র দফতর এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই মেলা আয়োজিত হয়েছে। মেলার মূল উদ্দেশ্য হল খাদি বয়নশিল্পী, কাটুনী, হস্তশিল্পী, ক্ষুদ্র শিল্পী এবং উদ্যোগীদের উৎপাদিত দ্রব্যের প্রচার, প্রসার এবং বিপণনের ব্যবস্থা করা।
১৪ ফেব্রুয়ারি শুরু হয়েছে এই মেলা। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। দুপুর ১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা চলছে। ছুটির দিন দুপুর ১২ টায় শুরু হয়ে রাত ৯ টা পর্যন্ত চলছে এই মেলা। প্রতিবছরের মত এই বছরও মানুষের ঢল নেমেছে এই মেলায়।
আরও পড়ুন: ধসে ভেঙেছে স্কুলের একদিক, সেখানেই চলছে পঠনপাঠন, শ্রেণিকক্ষের মধ্যে হচ্ছে মিড ডে মিলের রান্না
advertisement
advertisement
প্রধানমন্ত্রী গ্রামীণ কর্মসৃজন প্রকল্প এবং রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রামের মাধ্যমে ঋণপ্রাপ্ত শিল্পীরা অংশগ্রহণ করেছেন এই মেলায়। এখানে বাঁকুড়ার ঐতিহ্যবাহী পাঁচমুড়া টেরাকোটার স্টল আছে। বাঁকুড়ার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ থেকেও শিল্পীরা এই মেলায় অংশগ্রহণ করেছেন। ১৬ টি জেলার মোট ৯৭ টি সংস্থার ১৭২ জন শিল্পী অংশগ্রহণ করেছেন এই মেলায়।
নদিয়া থেকে পিঠের স্টল এবং মালদা ক্লাসিক আমের আচারের স্টল আছে। চিড়ে থেকে জিরে সবকিছুই পাওয়া যাচ্ছে এই মেলায়। মেলা প্রাঙ্গণ বাঁকুড়া জেলার স্থানীয় শিল্পীদের দ্বারা পরিবেশিত হচ্ছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। সাঁওতালি নাচ, রনপা এবং ছৌ নাচের ব্যবস্থা আছে। মেলায় স্টল দেওয়া শিল্পীরা বেশ ভাল ব্যবসা করছেন। গত বছর এই মেলায় মোট বিক্রয় ছিল ১ কোটি ৮৭ লক্ষ টাকা। এই বছর বিক্রি ২ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2023 3:17 PM IST