Food Festival: দামে কম খেতেও সুস্বাদু! সস্তায় খাবার খেতে হলে যেতে হবে 'এই' জায়গায়, খাদ্যপ্রেমীদের জন্য দারুণ সুখবর!

Last Updated:

Food Festival: খাদ্য প্রেমীদের জন্য দারুণ সুখবর। মাত্র একটি ময়দানের মধ্যেই পাবেন রকমারি খাবার। থাকছে মাছ, মাংসের প্রচুর নতুন নতুন আইটেম।

উৎসব ময়দানে চলছে মেলা 
উৎসব ময়দানে চলছে মেলা 
পূর্ব বর্ধমান: খাদ্যপ্রেমীদের জন্য দারুণ সুখবর। মাত্র একটি ময়দানের মধ্যেই পাবেন রকমারি খাবার। থাকছে মাছ, মাংসের প্রচুর নতুন নতুন আইটেম। দামও অন্যান্য জায়গার থেকে বেশ কম। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে, বর্ধমান ফুডিস ক্লাবের তরফ থেকে শুরু হয়েছে খাদ্য মেলা । মেলার নাম রাখা হয়েছে খাদ্যাণ্বেষণ ২০২৩ । আগামী ৩ ডিসেম্বর অবধি চলবে এই মেলা । বর্ধমান শহরের উৎসব ময়দানে এই মেলা চলছে ।
বর্ধমান ফুডিস ক্লাবের প্রেসিডেন্ট মৈনাক মুখার্জী সকলের উদ্দেশ্যে জানিয়েছেন, এই মেলাতে সকল খাবার খুবই কম দামে পাবেন। রাজ্যের বিভিন্ন জেলা থেকে অনেকেই এই মেলায় তাদের স্টল নিয়ে বসেছেন। মেলা শেষ হয়ে গেলে হয়তো তাদের আর পাবেন না। এবং এত কম দামে খাবারও পাবেন না । তাই সকলেই আসুন এবং এই মেলা উপভোগ করুন ।
advertisement
advertisement
সূত্র থেকে জানা গিয়েছে, এই বছর মেলা প্রাঙ্গনে থাকছে ফ্রি ওয়াইফাই জোন । এই বছর মেলায় থাকছে মোট ৮৫ টি খাবারের স্টল যা গত বছরের তুলনায় ২৫ টি বেশি । গত বছরের মতো এই বছরও থাকছে সেরা রেসিপি কনটেস্ট। এবছর বাচ্চাদের জন্য থাকছে যেমন খুশি সাজো কনটেস্ট, বাচ্চারা নিজেদের পছন্দমত সেজে আসতে পারবে। এছাড়াও থাকছে খাই খাই কনটেস্ট, যেখানে দেখা যাবে ৩০ সেকেন্ডে কে কটা ফুচকা খেতে পারে।
advertisement
এছাড়াও মেলাতে থাকছে স্কুলের বাচ্চাদের নাচ গানের অনুষ্ঠান। দু’দিনের ডিজে অনুষ্ঠান এবং বাংলা ব্যান্ড। মেলাতে যে সকল খাবার পাওয়া যাচ্ছে তার দামও তুলনামূলক অনেক কম যেমন, ১০০ টাকায় পাওয়া যাচ্ছে পোলাও চিকেন। ৯০ থেকে ১০০ টাকায় চম্পারণ হান্ডি খাসি পোলাও। ১০ টাকা থেকে ৫০ টাকার মধ্যে নানান মাছ ভাজা। হান্ডি মোমো, পিৎজা সবই ১৫০ টাকার মধ্যে। ১০ টাকা থেকে ৩০ টাকার মধ্যে নতুন স্বাদের মিষ্টি। ১০ টাকায় কেশর জিলিপি। ৮০ থেকে ১০০ টাকায় বিভিন্ন কম্বো এবং মাত্র ১৫০ টাকায় খাসির মাংস, আলু পোস্ত ভাত। এছাড়াও আরও প্রচুর খাবারের আইটেম রয়েছে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Food Festival: দামে কম খেতেও সুস্বাদু! সস্তায় খাবার খেতে হলে যেতে হবে 'এই' জায়গায়, খাদ্যপ্রেমীদের জন্য দারুণ সুখবর!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement