Weird News: এমন অদ্ভূত কলাগাছ দেখেছেন আপনি? ছবি রইল

Last Updated:

East Burdwan News: গণেশের শুঁড়ের আদলে মোচা বেরিয়েছে কলাগাছে

+
title=

#পূর্ব বর্ধমান: অদ্ভুত কলাগাছ দেখতে ভিড় স্থানীয়দের। কলা গাল খুবই সাধারণ একটি গাছ, যা গ্রাম হোক বা শহরে, অনেকের বাড়িতেই দেখা যায়৷ যেহেতু এই গাছের জন্য যত্ন তুলনামূলক কম, তাই অনেকেই কলা গাছ বাড়িতে লাগান৷ তবে সেই সব কলা গাছের সঙ্গে এই কলা গাছটির প্রচুর তফাৎ৷ অন্যান্য কলা গাছের মত নয় ছোট নীলপুরের বালিডাঙ্গা এলাকার এই কলা গাছটি। কলা গাছে সাধারণত উপরে কলাগুলি ঝুলতে দেখা যায়। কিন্তু এই কলা গাছের ঠিক মাঝবরাবর মোচাটি তৈরি হয়ে গণেশ ঠাকুরের শুঁড়ের আদলে গাছের সঙ্গে মিশে গিয়েছে। হঠাৎ এদিন এই দৃশ্য চোখে পড়ে স্থানীয়দের। এরপর যে বাগানে কলা গাছটি হয়েছে সেই বাগানের বাড়ির সদস্যদের ডেকে আনেন তারা। আর এই অদ্ভুত কলাগাছ দেখে হতবাক ভট্টাচার্য্য পরিবারের সদস্যরা।
advertisement
এই অদ্ভূত কলা গাছের কথা চাউর হতেই আশপাশের এলাকা থেকে ভিড় করতে থাকেন মানুষজন। বালিডাঙ্গা এলাকায় ভিড় জমে যায় কলা গাছ দেখতে। স্থানীয় বাসিন্দারা জানান, এই ধরনের অভিনব গাছ আগে কোথাও দেখননি। বর্ধমান শহরে কোথাও দেখা যায়নি এমন কলা গাছ৷ তাই এই গাছ দেখতে অনেকেই ভিড় করছেন। যদিও এনিয়ে যথেষ্ট চিন্তিত ছোটনীলপুর এলাকার ভট্টাচার্য্য পরিবার। বিষয়টি নিয়ে তারা কী করবেন বুঝে উঠতে পারছেন না৷ কারণ বিভিন্ন সময় পাথরের গণেশ মূর্তিতে দুধ খাওয়ালে তা টেনে নিতে দেখা গিয়েছে, আর এরপর সেই মূর্তিতে পুজো শুরু হয়েছে। তবে এটাও কী কোনও দেব দেবতার সঙ্গে জড়িত? প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষ৷ তবে এই সব ধারণা আদতে কুসংস্কার বলে এই ত্বত্ত্বে কোনও পাত্তাই দেওয়া হয়নি৷ তবে বাগানের এই কলা গাছের নাম তারা দিয়েছেন গণেশ কলাগাছ । অনেকেই আবার এই কলা গাছকে প্রণাম করছেন।
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Weird News: এমন অদ্ভূত কলাগাছ দেখেছেন আপনি? ছবি রইল
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement