East Bardhaman News: চোর সন্দেহে যুবককে গণধোলাই, কালনার ঘটনায় শোরগোল
Last Updated:
দিনে দুপুরে চোর সন্দেহে এক যুবককে ধরে লাইট পোস্টে বেঁধে গণধোলাই ক্ষুব্ধ এলাকাবাসীর।
#পূর্ব বর্ধমান: দিনে দুপুরে চোর সন্দেহে এক যুবককে লাইট পোস্টে বেঁধে গণধোলাই দিল ক্ষুব্ধ এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে কালনা থানার অন্তর্গত ডাঙ্গাপাড়া এলাকার। অভিযুক্ত রফিকুল শেখ নামের ওই যুবক টোটোর ব্যাটারি, মটর চুরি করেছে বলে জানা যায়।
অভিযুক্তকে ধরে গণধোলাই দিতেই সে সবই স্বীকার করে নেয় বলে জানা গিয়েছে। যুবকের বাড়ি থেকে একটি ছুরি, কাচি , শান দেওয়ার মটর , ২ টি টোটোর ব্যাটারি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেশ কিছুদিন ধরেই এলাকায় চুরি হচ্ছিল । কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছিল না চোরের।
আরও পড়ুন: Nadia News: ১০ মাসের শিশুকে দেওয়া হল মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন! তারপর যা হল, জানুন বিস্তারিত
advertisement
advertisement
এদিন সকালে সন্দেহবশত ওই যুবককে ধরে এলাকাবাসীরা গণধোলাই দিতেই সে সব স্বীকার করে নেয় । খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে হাজির হয় কালনা থানার পুলিশ । ওই যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কালনা থানায়।
advertisement
যদিও চুরি করা দ্রব্যগুলি অন্য কারও বলে দাবি করেছে অভিযুক্ত ওই যুবক। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে প্রশাসনের নজরদারির প্রয়োজন আছে বলে জানান এলাকার বাসিন্দারা।
মালবিকা বিশ্বাস
view commentsLocation :
First Published :
Dec 27, 2022 6:43 PM IST






