East Bardhaman News : দুই হাত নেই! পা দিয়ে ট্রাক্টর চালিয়ে সংসার চালান আইটিআই উত্তীর্ণ
- Published by:Aryama Das
- local18
Last Updated:
অনেকেই বলেছিলেন যে এই ছেলেকে রাখার কি দরকার?
#পুর্ব বর্ধমান: দুটি হাতই নেই। তবে তাতে কি পা আছে তো। তাই পা দিয়েই ট্রাক্টর চালান পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভার প্রত্যন্ত গ্রাম উচালনের বাসিন্দা সুজিত দাঁ । ৩৭ বছর বয়স হয়েছে সুজিতের। জন্ম দেওয়ার পর ছেলের দুটি হাত নেই দেখে কার্যত কথা হাড়িয়ে ফেলেছিলেন মা। অনেকেই বলেছিলেন যে এই ছেলেকে রাখার কি দরকার? কিন্তু মা-বাবা ও পরিবারের সদস্যরা পরম যত্নে লালন-পালন করেছিলেন সুজিতকে
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করে ইতিমধ্যে আইটিআই কোর্স করেছেন সুজিত। আইটিআই পাস করা যুবক সুজিত দাঁ এখন তাঁর দুই পা দিয়ে ট্র্যাক্টর চালিয়ে নিজের অন্নের জোগাড় করছেন। তিনি আইটিআই পাশ কারার পর ডিভিসির চাকরির পরীক্ষায় বসে পাসও করেন। প্যানেলে তাঁর নামও আসে। তবে ২০১১ সালে রাজ্য রাজনীতিতে পালাবদলের ফলে সব ওলট পালট হয়ে যায়। এরপরই পরিচিতের কাছে শেখেন ট্রাক্টর চালানো। এ বিষয়ে সুজিত দাঁ জানান, "এর পর আর বসে না থেকে এক পরিচিত চালকের সাহায্য নিয়ে তিন দুই পা দিয়েই ট্র্যাক্টর চালানো শেখেন । ট্রাক্টর চালানো শিখে তিনি শুরু করেন উপার্জন। পাশাপাশি ধানের কাজও করেন তিনি। শুধু এই সবই নয়, খাওয়া দাওয়া থেকে শুরু করে সারাদিনের যাবতীয় কাজই তিনি পা দিয়েই করেন।"
advertisement
advertisement
মারা গিয়েছেন বাবা-বিধবা মা ও বাড়ির অন্যান্য সদস্যদের নিয়ে থাকেন সুজিত। তাই সংসারের হাল ধরেন সুজিত। তাই হাত না থাকলে, পা'কেই বেছে নিয়েছেন উপার্জনের জন্য। সুজিত বাবু বলেন, সবকিছু তিনি পা দিয়েই করেন।বাড়িতে থাকলে মা খাইয়ে দেন। বাইরে থাকলে চামচ পায়ের আঙুল দিয়ে ধরে নিজেই খাবার খান। সব মিলিয়ে নিজেকে নিয়ে গর্ববোধ করেন তিনি। কোথাও স্থায়ী চাকরি পেলে তাঁর উপকার হত বলেও জানান তিনি।
advertisement
Malobika Biswas
Location :
First Published :
December 15, 2022 5:21 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News : দুই হাত নেই! পা দিয়ে ট্রাক্টর চালিয়ে সংসার চালান আইটিআই উত্তীর্ণ