#পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা জুড়ে এবার লাগু হল জনসমক্ষে তামাকজাত দ্রব্য প্রত্যাহারের আইন। জনসমক্ষে ধূমপান করা আইনত অপরাধ। ফলে যদি কাউকে এবার জনসমক্ষে ধূমপান করতে দেখা যায় তাহলে ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে জানানো হল প্রশাসনের পক্ষ থেকে। শুধু তাই নয় ১৮ বছরের নীচে কেউ নেশা জাতীয় দ্রব্য বা তামাক জাতীয় দ্রব্য বিক্রি করতে পারবে না। ক্রেতাকেও হতে হবে ১৮ বছরের ঊর্ধ্বে। এই নির্দেশিকা অমান্য করলে জরিমানা পর্যন্ত হতে পারে। যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে তামাক জাতীয় দ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে ।
এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কোর্ট কম্পাউন্ড সহ টাউনহল এলাকাগুলিতে তামাক জাতীয় দ্রব্য ব্যবহারে রাশ টানার জন্য সচেতনতা মূলক প্রচার করা হয়। প্রতি সপ্তাহে বিভিন্ন অঞ্চল জুড়ে চলবে এই সচেতনতা মূলক প্রচার বলে জানানো হয়েছে। সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডক্টর শুভ্রজিৎ রায়চৌধুরী, স্বাস্থ্য দফতরের সদস্য , ফুড সেফটি অফিসার, থেকে শুরু করে সমাজসেবকরা , সহ প্রশাসনিক অধিকারীকরা । যেহেতু সচেতনতা অভিযানের প্রথম দিন তাই জরিমানা চালু করা না হলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু নির্দেশ অমান্য করলে জরিমানা দিতে হবে বলেই সাফ জানিয়ে দেওয়া হয়েছে। তার আগে সচেতনতার জন্য একটি ট্যাবলোর মাধ্যমে মাইকিং করা হবে শহর জুড়ে । প্রশাসনের এই উদ্যোগে খুশি শহরবাসী ।
Malobika Biswasনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।