East Bardhaman News: রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেনের স্মরণ সভা, সঙ্গে পঞ্চায়েত ভোট নিয়ে একপ্রস্থ আলোচনা
- Published by:Pooja Basu
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে আয়োজন করা হল স্মরণ সভার। দলীয় কর্মীদের সঙ্গে পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনা করলেন জেলা নেতৃত্ব।
#পূর্ব বর্ধমান: সিপিএমের বর্শিয়ান নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। তার অবদান সিপিএম দলের কাছে অতুলনীয় । সোমবার তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক স্মরণ সভার আয়োজন করা হয় । বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে আয়োজন করা হয় এই স্মরণ সভার । এদিনের স্মরণ সভায় উপস্থিত ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য অঞ্জু কর, জেলা কমিটির সদস্য অমল হালদার, জেলা সম্পাদক সৈয়দ হোসেন,অচিন্ত্য মল্লিক, জেলা কমিটির সদস্য অপূর্ব চট্টোপাধ্যায়, প্রয়াত নিরুপম সেনের স্ত্রী চন্দ্রাবলী সেন সহ অন্যান্যরা ।
আরও পড়ুন Murshidabad News: জানুন কেন কল্পতরু উৎসব পালন করা হয়
এদিনের এই স্মরণ সভা থেকে আগামী পঞ্চায়েত ভোটে তাদের প্রস্তুতির কথাও তুলে ধরেন সিপিএম নেতারা। এই দিন সিপিএম নেতা প্রকাশ কারাত বলেন , গত পঞ্চায়েত ভোটের যে পরিমাণ প্রস্তুতি নেওয়া হয়েছিল এবারে দ্বিগুণ প্রস্তুতি নেওয়া হবে । সমস্ত লড়াইয়ের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি । পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে সকলের বাড়ি বাড়ি যাওয়ার কথা বলেন তিনি । আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলেন তিনি।
advertisement
আরও পড়ুন Purulia News: বর্ষপূর্তিতে পর্যটক পূর্ণ অযোধ্যা, আনন্দের মাঝেও ছিল বেশ কিছু সমস্যা!
স্মরণ সভার আয়োজন হলেও এদিন পঞ্চায়েত ভোট নিয়ে বিস্তর আলোচনা হয় কর্মী সমর্থকদের মধ্যে। পঞ্চায়েত ভোট প্রায় দোরগোড়ায় কড়া নাড়ছে। ইতিমধ্যেই নিজেদের ঘুঁটি সাজাতে শুরু করেছে প্রতিটি রাজনৈতিক দল। সেখানে বাঁধ নেই সিপিএমও । ফলে এদিন পঞ্চায়েত ভোট নিয়ে একপ্রস্থ আলোচনা করে ফেললেন সিপিএমের কর্মী সমর্থকরা।
advertisement
advertisement
Malobika Biswas
view commentsLocation :
First Published :
January 03, 2023 7:31 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেনের স্মরণ সভা, সঙ্গে পঞ্চায়েত ভোট নিয়ে একপ্রস্থ আলোচনা
