Raju Jha: কোটিপতি কয়লা মাফিয়া রাজুকে মারতে কেন সস্তার অস্ত্র ব্যবহার? অবাক তদন্তকারীরাও

Last Updated:

গত ১ এপ্রিল শক্তিগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ল্যাংচার দোকানের সামনে খুন হন বেআইনি কয়লা কারবারের কিং রাজু ঝা।

আব্দুল লতিফের এই গাড়িতেই খুন হন রাজু ঝা৷
আব্দুল লতিফের এই গাড়িতেই খুন হন রাজু ঝা৷
শক্তিগড়: এত বড় মাপের কয়লা মাফিয়াকে শ্যুটআউট। সুনিপুণ পরিকল্পনা। কিন্তু দুর্গাপুরের কয়লা মাফিয়া রাজু ঝা খুনে এত কম দামের অস্ত্রের ব্যবহার কেন, তা ভাবাচ্ছে পুলিশকে। কুখ্যাত কয়লা মাফিয়া রাজু ঝা খুনের ঘটনার হাড় হিম করা দৃশ্য, 'লাইভ' ভিডিও ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
ঘটনার ১০ দিন পর প্রকাশ্যে এসেছে রাজু ঝাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার দৃশ্য। ভাইরাল হওয়া ভিডিও সিসি ক্যামেরার অরিজিনাল বা 'র' ফুটেজ নয়। অরিজিনাল বা 'র' ফুটেজ কোনও মনিটরে প্লে করে তা থেকে ভিডিও রেকর্ডিং করা‌ হয়েছে। তাতে অবশ্য ঘটনার ভয়াবহতা কম কিছু নেই। এই ছবিতেই স্পষ্ট, রাজুকে খুন করতে কম দামি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল দুষ্কৃতীরা। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছাড়া শার্প শ্যুটাররা কেন এই অস্ত্র ব্যবহার করল, সে প্রশ্ন তদন্তকারী অফিসারদেরও।
advertisement
advertisement
গত ১ এপ্রিল শক্তিগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ল্যাংচার দোকানের সামনে খুন হন বেআইনি কয়লা কারবারের কিং রাজু ঝা। ভাইরাল হওয়ার ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, সাদা রংয়ের চারচাকা গাড়িটি জাতীয় সড়কের কলকাতামুখী লেনে একটি ল্যাংচার দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে। রাজুর সর্বক্ষণের সঙ্গী ব্রতীন মুখোপাধ্যায় গাড়ি থেকে নেমে ঝালমুড়ি কিনছেন। তার পাশে দাঁড়িয়ে রয়েছে সাদা গাড়ির মালিক, গরুপাচার মামলায় অভিযুক্ত আব্দুল লতিফ ও তার গাড়ির চালক শেখ নুর হোসেন।
advertisement
রাজু গাড়ি থেকে নামেননি। সামনের সিটেই বসেছিলেন। ঝালমুড়ি কিনে ব্রতীন চালককে কিছু কিনে আনতে বলেন। চালক দৌড়ে তা কিনতে যায়। ঝালমুড়ি খেতে খেতে গাড়ির পিছনের সিটে গিয়ে বসেন লতিফ ও ব্রতীন। ইতিমধ্যে একটি নীল রংয়ের গাড়ি কলকাতার দিক থেকে ব্যাক করে এসে রাজুদের গাড়ির পাশে দাঁড়ায়।
advertisement
কিছুক্ষণের মধ্যে দুই শার্প শ্যুটার নীল গাড়ি থেকে নেমে আসে। রাজু গাড়ির যেদিকে বসেছিল সেই দরজার বাইরে থেকে পর পর গুলি ছুড়তে থাকে তারা। কালো পোশাকে থাকা শ্যুটার সাদা গাড়ির পিছন দিক দিয়ে গিয়ে তাদের গাড়িতে চাপে। আর আর একজন কয়েকটি গুলি চালিয়ে নীল গাড়ির দিকে এগিয়ে যায়। আবার ফিরে এসে রাজুকে লক্ষ্য করে গুলি চালায়। তদন্তকারীদের অনুমান, মৃত্যু নিশ্চিত করতেই দ্বিতীয় বার গুলি চালানো হয়। শুধু তাই নয়, গুলি চালানোর সময় আটকে গিয়েছিল বন্দুক। তা আবার কাজ করছে বুঝেই ফিরে এসে কাছ থেকে গুলি চালায় ওই দুষ্কৃতী।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Raju Jha: কোটিপতি কয়লা মাফিয়া রাজুকে মারতে কেন সস্তার অস্ত্র ব্যবহার? অবাক তদন্তকারীরাও
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement