Purba Bardhaman News: ১৪৯ টাকায় বাঙালিয়ানায় ভরপুর খাবার খেতে চাইলে চলে আসুন এখানে 

Last Updated:

প্যান্ডেল হপিং করতে করতে পেট পুজো তো করতেই হয়। বর্ধমান শহরের নানা প্রান্তে রয়েছে নাম জাদা বেশ কয়েকটি রেস্তোরা। তার মধ্যে একটিতে আজ নিয়ে যাবো আপনাদের।  

+
title=

#পূর্ব বর্ধমান: বাঙালির পেট পুজো মানে সে তো প্রতি রবিবার লেগেই রয়েছে। একটা ছুটির দিন মানেই জমিয়ে মাছ ভাত, কষা মাংস। আর ছুটির দিন যদি হয় দুর্গা পুজার মত লম্বা তাহলে তো বাঙালির পাতে প্রতিদিনই থাকবে কিছু না কিছু বিশেষ পদ। পুজোর আগে যতই ডায়েট করুন, এই চারটে দিন পাত সাজিয়ে না খেলে যেন বাঙালি হওয়াটাই বৃথা। আর খাওয়া মানে রোজকার বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন নয়। এই চারটে দিনের জন্য অনেক বাঙালির পছন্দ বাঙালি সাবেকি খাবার। প্যান্ডেল হপিং করতে করতে পেট পুজো তো করতেই হয়। বর্ধমান শহরের নানা প্রান্তে রয়েছে নাম জাদা বেশ কয়েকটি রেস্তোরা। তার মধ্যে একটিতে আজ নিয়ে যাবো আপনাদের।
শহরের প্রাণ কেন্দ্র কার্জন গেটের পাশেই রাধানগর পাড়া ঢলদীঘি এখানেই রয়েছে একটি বাঙ্গালীআনায় ভরপুর রেস্তোরা। এখানে খাবার পরিবেশন কাসার থালা বাটিতে। দুর্গা পুজোকে মাথায় রেখে এই রেস্তোরা নিয়ে এল পুজো স্পেশাল থালি। মাছে ভাতে বাঙালির কথা মাথায় রেখেই এই স্পেশাল থালি নিয়ে এল রেস্তোরার কর্ণধার মলয় বাবু।
advertisement
advertisement
রেস্তোরায় পুজোর মেনু -চারদিনের কমন মেনু : ভাত, ডাল, বেগুনী, পাঁচমিশালী তরকারি, ডালনা, চাটনি, পাপর, মিষ্টি, সঙ্গে পায়েস এই ভেজ থালির সঙ্গে আপনি নিতে পারেন মাছের মধ্যে রুই, কাতলা, পাপদা, পমফ্রেট, চিংড়ি, ইলিশ। মাংসের মধ্যে চিকেন মটনও চাইলে নিতে পারেন পারেন।
অষ্টমীর স্পেশাল মেনু:লুচি , ছোলার ডাল, চাটনি, পায়েস, মিষ্টি
এবারের পুজোয় এই রেস্তোরাঁতে গেলেই আপনি ১৪৯ টাকায় পেয়ে যাবেন পেট ভরে দুপুর হোক বা রাতের খাবার। আজকাল সকলেই ব্যস্ত। তাই পুজোর চারটে দিনও অনেকেরই ভরসা থাকে চাইনিজ ফুড এর উপর। কারণ বাঙালিয়ানা খাবার খেতে তো বেশ লাগে , তবে বাঙালিয়ানা খাবারগুলি রাধতে অনেককেই খেতে হয় হিমশিম। আর তাই অগত্যা রেস্তোরাই ভরসা। তাই অবশ্যই আপনার রেস্তোরাঁর তালিকায় জুড়ে ফেলুন এই বাঙালিয়ানা রেস্তোরার নামটিও।
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: ১৪৯ টাকায় বাঙালিয়ানায় ভরপুর খাবার খেতে চাইলে চলে আসুন এখানে 
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement