East Bardhaman News: আলু কিনতে লাগছে ছ্যাঁকা! দাম বেড়েছে জ্যোতির, পিছিয়ে নেই চন্দ্রমুখীও

Last Updated:

আলুর ফলন কম হওয়ায় দাম বেড়েছে আলুর, টান পড়েছে মধ্যবিত্তের হেঁসেলে

+
বাজারে

বাজারে আলুর দাম ঊর্ধ্বমুখী

#পূর্ব বর্ধমান- আবারও আগুন ছোঁয়া সবজি বাজার। লকডাউনের সময় যে পরিস্থিতি দেখা গিয়েছিল, আবারও একই পরিস্থিতি সবজি বাজারের। শুধু সবজি বাজারে নয়, তার সঙ্গে সঙ্গে মাছের দামও আগুন ছোঁয়া। মূলত আলুর দাম যেভাবে বেড়ে যাচ্ছে, তাতে আলু ছাড়াই কার্যত সব রান্না হচ্ছে গৃহস্থের হেঁসেলে। সে মাংসই বলুন বা মাছ, আলু ছাড়াই হচ্ছে সব পদ। এক লাফে আলুর দাম বেড়ে গিয়েছে অনেকটাই। আলুর দাম প্রায় ২৮ থেকে ৩০ টাকায় দাঁড়িয়েছে।
বর্ধমান শহরের বেশিরভাগ বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা প্রতি কেজি আর চন্দ্রমুখী বিকোচ্ছে প্রায় ৪০ টাকা কিলো দরে। যা শুনে বাজারে গিয়ে কার্যত আঁতকে উঠছেন ক্রেতারা। হঠাৎ করে একলাফে অনেকটাই বেড়ে গিয়েছে আলুর দাম। কিন্তু কেনো বাড়লো দাম? প্রগতিশীল ব্যাবসায়ী সমিতির সদস্যরা বলছেন, হিমঘর বন্ধ থাকায় আলুর দাম বেড়েছে। বর্ধমান শহর সংলগ্ন এলাকায় ১৩টি হিমঘর রয়েছে। তার মধ্যে মাত্র দু’টি হিমঘর থেকে আলু বেরোচ্ছে। শ্রমিকের অভাবে হিমঘর থেকে আলু বার করা যাচ্ছে না। স্বাভাবিক ভাবেই বাজারে আলুর জোগান কম আছে।
advertisement
রাজ্যে প্রতি বছর এক কোটি ১০ লক্ষ মেট্রিক টন আলুর ফলন হয়। তবে এবার তা কমে ৮০ লক্ষ মেট্রিক টনে দাঁড়িয়েছে। খামখেয়ালি আবহাওয়ার জন্য এ বছর রাজ্যে আলুর ফলন কম হয়েছে। আলু বীজ রোপনের সময় অকাল বৃষ্টির জল জমিতে দাঁড়িয়ে যাওয়ায় আলুর বীজ ও গাছ নষ্ট হয়। ফের নতুন করে আলু জমি তৈরি করে আলু বসাতে হয় কৃষকদের। এর থেকেও স্পষ্ট যে আলুর দাম ক্রমেই বাড়বে। ফলে বলা যেতেই পারে, রান্নার গ্যাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আলুর দামও। বাদ যাচ্ছে না অন্যান্য সবজিও।
advertisement
advertisement
বিক্রেতাদের একাংশ বলছেন, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হলে সমস্ত জিনিসের দাম বৃদ্ধি হবে সেটাই তো স্বাভাবিক। তবে বাজারে এসে ক্রেতারা দাম শুনে চমকে যাচ্ছেন। যে এক কেজি আলু কিনবেন বলে ভেবে এসেছিলেন, সে কিনছেন ৫০০।অন্যদিকে ক্রেতারা বলছেন, জিনিসের যা দাম বেড়েছে তাতে বাজারের থলি আর ভরছে না। নিত্যদিনের প্রয়োজনীয় আলু কিনতে গিয়েই মাথায় হাত পড়ছে।
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: আলু কিনতে লাগছে ছ্যাঁকা! দাম বেড়েছে জ্যোতির, পিছিয়ে নেই চন্দ্রমুখীও
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement