পূর্ব বর্ধমান: সতীর একান্ন পীঠের মধ্যে এক পীঠ হচ্ছে পূর্ব বর্ধমানের ক্ষীরগ্রাম। ভ্রমণ প্রিয় অথবা ভগবানে বিশ্বাস করেন এমন মানুষ বহু আছেন। অনেকেই বছরের বিভিন্ন সময় ভ্রমণ করেন বিভিন্ন দেব দেবীর স্থানে। এরকমই সারাবছর জুড়ে ক্ষীরগ্রামে বহু ভক্ত আসেন মা যোগাদ্যার দর্শন করতে। তাই দেবী যোগাদ্যা পুজো কমিটির উদ্যোগে এখানে ভক্ত দের জন্য রয়েছে গেস্ট হাউস।
যেখানে রয়েছে এসি বা নন এসি উভয়ের ব্যাবস্থা।এছাড়া সল্প মূল্যের বিনিময়ে এখানে পাওয়া যায় মায়ের অন্ন ভোগ। ভোগ খাওয়ার জন্য অথবা থাকার জন্য রয়েছে বেশ কিছু প্রক্রিয়া।
এবার জেনে নেওয়া যাক কীভাবে পৌঁছাবেন সতীপীঠ ক্ষীরগ্রামে। কাটোয়া- বর্ধমান রোডে কৈচর গ্রাম থেকে মাত্র সাড়ে পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত সতীপীঠ ক্ষীরগ্রাম। কৈচর থেকে ক্ষীরগ্রাম যাওয়ার জন্য রয়েছে বাস, টোটো অথবা টেকার।
আরও পড়ুন: Bankura News: বাঁকুড়ার ভূতশ্বরের মা সংকট তারিণীর মেলা, লাইনে শত শত মানুষের ভিড়
আরও পড়ুন: Jalpaiguri News: শরীরে কোলেস্টেরল বাসা বাঁধছে? পাতে রাখুন 'এই' শাক
আর যদি ট্রেন এ আসতে হয় তাহলে কাটোয়া - বর্ধমান লাইনের ট্রেনে চেপে নামতে হবে কৈচর স্টেশন এ। বৈশাখ সংক্রান্তির বাৎসরিক পুজো ছাড়াও দেবী যোগাদ্যার দর্শনের জন্য সাড়া বছর বহু ভক্ত আসেন এই ক্ষীরগ্রামে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Burdwan News