East Burdwan News: সতীর একান্ন পীঠের মধ্যে এক পীঠ, সতীপীঠ দর্শনে ভিড় ভক্তদের 

Last Updated:

অনেকেই বছরের বিভিন্ন সময় ভ্রমণ করেন বিভিন্ন দেব দেবীর স্থানে। এরকমই সারাবছর জুড়ে ক্ষীরগ্রামে বহু ভক্ত আসেন মা যোগাদ্যার দর্শন করতে।

+
East

East Burdwan News:

পূর্ব বর্ধমান: সতীর একান্ন পীঠের মধ্যে এক পীঠ হচ্ছে পূর্ব বর্ধমানের ক্ষীরগ্রাম। ভ্রমণ প্রিয় অথবা ভগবানে বিশ্বাস করেন এমন মানুষ বহু আছেন। অনেকেই বছরের বিভিন্ন সময় ভ্রমণ করেন বিভিন্ন দেব দেবীর স্থানে। এরকমই সারাবছর জুড়ে ক্ষীরগ্রামে বহু ভক্ত আসেন মা যোগাদ্যার দর্শন করতে। তাই দেবী যোগাদ্যা পুজো কমিটির উদ্যোগে এখানে ভক্ত দের জন্য রয়েছে গেস্ট হাউস।
যেখানে রয়েছে এসি বা নন এসি উভয়ের ব্যাবস্থা।এছাড়া সল্প মূল্যের বিনিময়ে এখানে পাওয়া যায় মায়ের অন্ন ভোগ। ভোগ খাওয়ার জন্য অথবা থাকার জন্য রয়েছে বেশ কিছু প্রক্রিয়া।
এবার জেনে নেওয়া যাক কীভাবে পৌঁছাবেন সতীপীঠ ক্ষীরগ্রামে। কাটোয়া- বর্ধমান রোডে কৈচর গ্রাম থেকে মাত্র সাড়ে পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত সতীপীঠ ক্ষীরগ্রাম। কৈচর থেকে ক্ষীরগ্রাম যাওয়ার জন্য রয়েছে বাস, টোটো অথবা টেকার।
advertisement
advertisement
আরও পড়ুন: Jalpaiguri News: শরীরে কোলেস্টেরল বাসা বাঁধছে? পাতে রাখুন 'এই' শাক
আর যদি ট্রেন এ আসতে হয় তাহলে কাটোয়া - বর্ধমান লাইনের ট্রেনে চেপে নামতে হবে কৈচর স্টেশন এ। বৈশাখ সংক্রান্তির বাৎসরিক পুজো ছাড়াও দেবী যোগাদ্যার দর্শনের জন্য সাড়া বছর বহু ভক্ত আসেন এই ক্ষীরগ্রামে।
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: সতীর একান্ন পীঠের মধ্যে এক পীঠ, সতীপীঠ দর্শনে ভিড় ভক্তদের 
Next Article
advertisement
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন 
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক

  • আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

  • ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী

VIEW MORE
advertisement
advertisement