Bankura News: বাঁকুড়ার ভূতশ্বরের মা সংকট তারিণীর মেলা, লাইনে শত শত মানুষের ভিড়

Last Updated:

মাথার সাইজের নাড়ু দিয়ে পুজো। কোন বিগ্রহ এবং মন্দির ছাড়াই পূজিত হচ্ছেন মা

+
Bankura

Bankura News: ভূতনাথ মন্দিরে এবং মা সংকট তারিণীর পুজোর জন্যে লাইন দেন শত শত মহিলা।

বাঁকুড়া: শীত কালে কম বেশি নাড়ু আমরা সকলেই খেয়েছি। ছোট ছোট গোল গোল দেখতে হয় নাড়ু, তা আমরা সবাই জানি। কিন্তু যদি বাঁকুড়া জেলার সানবাঁধা পেরিয়ে ভূতেশ্বর বা ভূতশহর একটি বিশেষ দিনে আসেন তাহলে দেখতে পাবেন অতিকায় নাড়ু দিয়ে পূজিত হচ্ছে মা সংকট তারিণী। মাঘ মাসের চতুর্দশীতে এই ভুতশহরে বসে ১৫০ বছরের পুরনো মা সংকট তারিণীর মেলা। ভিড় হয় অজস্র মানুষের। ভূতনাথ মন্দিরে এবং মা সংকট তারিণীর পুজোর জন্যে লাইন দেন শত শত মহিলা।
আর মায়ের মুখ্য প্রসাদ হিসেবে ব্যাবহার করা হয় অতিকায় নাড়ু। যার সাইজ কখনও কখনও ২ কেজির ওপর যায়। পরিচিত নাম ' পাহাড় '।
ক্ষত্রিয় ব্রাহ্মণদের গ্রাম এই ভূতশহর। গ্রামবাসীদের অধিকাংশের মুখ্য পদবী \"রাঠোর\" ও \"চৌহান\" বর্তমানে রূপান্তরিত হয়েছে \"সিংহ\" তে। জানা যায় বহু বছর আগে বিষ্ণুপুরের মল্ল রাজার থেকে মা সংকট তারিণীর ঘট নিয়ে এসেছিলেন জনৈক গুরুদয়াল সিং।
advertisement
advertisement
পারিবারিক সংকট মোচন এবং জমি সংক্রান্ত ঝুট ঝামেলা থেকে রেহাই পেতেই গ্রামে শুরু হয় মা সংকট তারিণীর পূজা এবং মেলা যা বর্তমানে এক মহা মিলন উৎসবে পরিণত হয়েছে। কোন বিগ্রহ এবং মন্দির ছাড়াই বছরের পর বছর পূজিত হচ্ছেন মা সংকট তারিণী।
advertisement
আরও পড়ুন: Howrah News: সর্বত্র দেখা মেলে এই জংলি গাছের! জানেন কতটা উপকারী এই গাছ
মা সংকট তারিণীর এই পুজো এবং অতিকায় নাড়ুর কাহিনী অজানা অনেকেরই। তবুও কয়েকবছর হল ধীরে ধীরে জনপ্রিয়তা এসেছে এই মেলায়। মেলার মৌলিকতা এবং ভুতশহর গ্রামের প্রাচীন না জানা ইতিহাস রোমাঞ্চের সঞ্চার করে। অতিকায় গুড়ের পাহাড় দিয়ে ব্রাহ্মণ ক্ষত্রিয়দের গ্রাম ভূতশহরের মা সংকট তারিণীর এই পূজা এক নতুন মাত্রা এনে দেয় বাঁকুড়া জেলার সংস্কৃতিতে।
advertisement
Nilanjan Banerjee
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: বাঁকুড়ার ভূতশ্বরের মা সংকট তারিণীর মেলা, লাইনে শত শত মানুষের ভিড়
Next Article
advertisement
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন 
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক

  • আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

  • ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী

VIEW MORE
advertisement
advertisement