Purba Bardhaman News: ডেঙ্গি প্রতিরোধ করতে মশা মারার কামান ডাকল কালনা পৌরসভা!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
কালনায় বাড়ছে ডেঙ্গি আক্রান্ত এর সংখ্যা। ডেঙ্গি ও ম্যালেরিয়া থাবা কার্যত প্রখর হচ্ছে কালনায়। জ্বরের উপসর্গ নিয়ে এখনও পর্যন্ত ২৩ জন রোগী কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
#পূর্ব বর্ধমান : কালনায় বাড়ছে ডেঙ্গি আক্রান্ত এর সংখ্যা। ডেঙ্গি ও ম্যালেরিয়া থাবা কার্যত প্রখর হচ্ছে কালনায়। জ্বরের উপসর্গ নিয়ে এখনও পর্যন্ত ২৩ জন রোগী কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। যার মধ্যে ছয় জনের শরীরে ডেঙ্গির ভাইরাস পাওয়া গিয়েছে। এক জনের রক্তে ম্যালেরিয়ার নমুনা পাওয়া গেছে। একের পর এক রোগী ভর্তি হচ্ছেন জ্বর নিয়ে। যা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে কালনা পৌরসভা। কালনা পৌরসভার তরফে কালনা পৌর এলাকায় ডেঙ্গি প্রতিরোধে ডাকা হল মশা মারার কামান। এই কর্মসূচিতে এদিন হাজির ছিলেন পৌরসভার উপপতি তপন পোড়েল সহ পৌরসভার অন্যান্য কর্মীরা।
তপনবাবু এদিন বলেন, বর্ষার সময় ডেঙ্গির প্রাদুর্ভাব ঘটে , ইতিমধ্যে কালনা হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে ২৩ জন ভর্তি রয়েছেন। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কালনা পৌর এলাকায় পৌরসভার তরফ থেকে মশা মারার কামান দাগা হল। এছাড়াও চলছে মাইকিং করে সচেতনতা প্রচার। সব মিলিয়ে ডেঙ্গি প্রতিরোধে করতে ময়দানে নেমে পড়েছে পৌরসভা। যদিও রোগ যাতে না ছড়াতে পারে তার জন্য কালনা পৌরসভা ও আশে পাশের পঞ্চায়েত সতর্ক রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ কালনায় বাড়ছে ডেঙ্গি রোগীর সংখ্যা, কপালে চিন্তার ভাঁজ চিকিৎসকদের!
ডেঙ্গি পরীক্ষার জন্য কালনা মহকুমা হাসপাতালে নতুন করে খোলা হয়েছে ক্লিনিক। ডেঙ্গি ও ম্যালেরিয়া পরীক্ষা করাতে সেখানেই নিত্যদিন ভিড় জমাচ্ছেন বহু মানুষ। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই কলনা হাসপাতালে জ্বরে আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার কারণে কালনা মহকুমা হাসপাতালের চিকিৎসদের বাড়ছে চিন্তা।
advertisement
advertisement
Malobika Biswas
Location :
First Published :
September 23, 2022 2:33 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: ডেঙ্গি প্রতিরোধ করতে মশা মারার কামান ডাকল কালনা পৌরসভা!