Purba Bardhaman News: কালনায় বাড়ছে ডেঙ্গি রোগীর সংখ্যা, কপালে চিন্তার ভাঁজ চিকিৎসকদের!

Last Updated:

ডেঙ্গি ও ম্যালেরিয়া থাবা বসাল কালনায়। বিভিন্ন জেলার মতোই পূর্ব বর্ধমানের কালনায় বাড়ছে মশা বাহিত রোগ ডেঙ্গির প্রকোপ। জ্বর সহ বিভিন্ন উপসর্গ নিয়ে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি হচ্ছেন ছোট থেকে বড় সকলেই।

+
title=

#পূর্ব বর্ধমান : ডেঙ্গি ও ম্যালেরিয়া থাবা বসাল কালনায়। বিভিন্ন জেলার মতোই পূর্ব বর্ধমানের কালনায় বাড়ছে মশা বাহিত রোগ ডেঙ্গির প্রকোপ। জ্বর সহ বিভিন্ন উপসর্গ নিয়ে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি হচ্ছেন ছোট থেকে বড় সকলেই। কালনার আশপাশের এলাকা থেকেও বেশির ভাগ রোগী আসছেন জ্বর ডেঙ্গির উপসর্গ নিয়েই। ইতিমধ্যেই কালনা হাসপাতালে ভর্তি হওয়া জ্বরে আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ করছেন চিকিৎসকরা। এখনো পর্যন্ত ছয় জনের শরীরে ডেঙ্গির ভাইরাস পাওয়া গিয়েছে ও এক জন ম্যালেরিয়াতে আক্রান্ত কালনা হাসপাতালে বলে খবর।
পাশাপাশি জ্বর ও ডেঙ্গির উপসর্গ নিয়ে এখনও ২৩ জন রোগী কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ক্রমেই বাড়ছে হাসপাতালে রোগীর সংখ্যা। ধাপে ধাপে বেড়েই চলেছে জ্বরে আক্রান্তের সংখ্যা। ফলে কপালে ভাঁজ পড়তে শুরু করেছে কালনা মহকুমা হাসপাতালের চিকিৎসকদের। ইতিমধ্যেই ডেঙ্গি পরীক্ষার জন্যে কালনা মহকুমা হাসপাতালে নতুন করে খোলা হয়েছে ক্লিনিক, ডেঙ্গি ও ম্যালেরিয়া পরীক্ষা করতে সেখানেই ভিড় জমাচ্ছেন বহু মানুষ। তবে এই রোগ যাতে আর না ছড়ায় তার জন্য উদ্যোগী হয়েছে কালনা পৌরসভা।
advertisement
আরও পড়ুনঃ আন্তঃমহকুমা ব্লক লীগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতা চলছে কাটোয়ায়
এছাড়াও আশ পাশের পঞ্চায়েতও সতর্ক রয়েছে। সাধারণ মানুষকে সচেতন করছে পৌরসভার কর্মীরা। এ বিষয়ে কালনা মহকুমা হাসপাতালের সুপার অরূপরতন করণ বলেন, জ্বরে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ক্রমেই বাড়ছে। ডেঙ্গি টেস্টের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। আগে সপ্তাহে একবার ডেঙ্গি টেস্ট হত তবে এখন ডেঙ্গু টেস্ট সপ্তাহে তিনদিন হবে। এখনও পর্যন্ত এই হাসপাতালে ভর্তি ছ’জনের শরীরে ডেঙ্গির ভাইরাস পাওয়া গিয়েছে। এছাড়া, এক জন রোগী ম্যালেরিয়ায় আক্রান্ত।
advertisement
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: কালনায় বাড়ছে ডেঙ্গি রোগীর সংখ্যা, কপালে চিন্তার ভাঁজ চিকিৎসকদের!
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement