Mobile Phone: একটা-দুটো নয়, একেবারে ৪ লক্ষ টাকার মোবাইল চুরি, তাক লাগালো পুলিশ

Last Updated:

Mobile Phone: ছয়জনের মধ্যে একজনের বাড়ি কেতুগ্রাম থানার এলাকায় এবং বাকি পাঁচজনের বাড়ি বীরভূম জেলার বিভিন্ন এলাকায় 

মোবাইল চুরির ঘটনায় গ্রেফতার বীরভূম জেলার পাঁচ জন 
মোবাইল চুরির ঘটনায় গ্রেফতার বীরভূম জেলার পাঁচ জন 
পূর্ব বর্ধমান: একটি মোবাইল চুরির ঘটনায় তদন্ত নেমে পূর্বস্থলী থানার পুলিশ বড়সড় সাফল্য পেল।  সে কথাই জানালেন কালনার এসডিপিও সপ্তর্ষি ভট্টাচার্য। একেবারে চার লক্ষ টাকার মোবাইল চুরির ঘটনার কিনারা হল দিন কয়েকের মধ্যেই৷
সপ্তর্ষি ভট্টাচার্য জানান, ১২ জুন তারিখে আমাদের থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। খোকন দাস বলে একজন ব্যক্তি যার বাড়ি বিশ্বরম্ভা চাপাতলা , পূর্বস্থলী থানা । তাঁর বাড়ি সংলগ্ন নিজের একটি মোবাইলের দোকান আছে। ১১ জুন তারিখ রাত্রে উনি দোকান বন্ধ করে বাড়িতে যান এবং ১২ তারিখ সকালবেলায় দেখতে পান যে দোকান থেকে চুরি হয়েছে । উনি অনেকক্ষণ ভালোভাবে দেখার পর দেখেন যে দোকান থেকে ২৬ টি মোবাইল এবং আরও কিছু ইলেকট্রনিক্স পার্ট চুরি হয়ে গেছে। বাজারে যার দাম প্রায় চার লক্ষ টাকার কাছাকাছি।
advertisement
advertisement
লিখিত অভিযোগ পাওয়ার পরই পূর্বস্থলী থানা অভিযানে নামে  এবং নির্দিষ্ট কিছু প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুজনকে বীরভূম থেকে অ্যারেস্ট করা হয় এবং এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে সেই দু’জন সহ এখনও পর্যন্ত মোট ৬ জনকে অ্যারেস্ট করা হয়েছে। এই ৬ জনের মধ্যে একজনের বাড়ি কেতুগ্রাম থানার এলাকায় এবং বাকি পাঁচজনের বাড়ি বীরভূম জেলার বিভিন্ন এলাকায় ।
advertisement
বাকি সব অন্যান্য জায়গায় যে সকল মোবাইল চুরি হয়েছিল তার মধ্যেও কিছু কিছু মোবাইল উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন এসডিপিও। তিনি আরও জানান ঘটনার এখনও তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদও চলবে।
advertisement
 Bonoarilal Chowdhury
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Mobile Phone: একটা-দুটো নয়, একেবারে ৪ লক্ষ টাকার মোবাইল চুরি, তাক লাগালো পুলিশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement