Milon Kumar New Song: 'লোকাল ট্রেন' নিয়ে হাজির মিলন কুমার! দ্বিতীয় গানে আলোড়ন নেটিজেনদের মধ্যে
Last Updated:
East Bardhaman News: একের পর এক নতুন গান নিয়ে হাজির হচ্ছে বর্ধমানের মিলন কুমার। বাজার মাতাতে এল মিলন কুমারের দ্বিতীয় গান।
#পূর্ব বর্ধমান: একের পর এক নতুন গান নিয়ে হাজির হচ্ছে বর্ধমানের মিলন কুমার। সম্প্রতি মিলন কুমারের একটি গান রিলিজ হয়েছে। গানটির নাম " গান ওয়ালা মিলন কুমার" আর এবার আরও একটি গান রিলিজ হল মিলন কুমারের। "লোকাল ট্রেন" গানটি রিলিজ হল গত কালই। গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন আবীর মল্লিক। স্টুডিও ভয়েস নামে একটি ইউটিউব চ্যানেলে মিলন কুমারের এই "লোকাল ট্রেন" গানটি রিলিজ হয়েছে। যা ইতিমধ্যেই জনপ্রিয় হতে শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। টানা পাঁচ থেকে ছয় দিন সময় লেগেছে এই গানটি রেকর্ডিং করতে। গত সপ্তাহেই স্টুডিও ভয়েসের ইউটিউব চ্যানেলের ষ্টুডিওতে গিয়ে গানটির রিলিজ হওয়ার সমস্ত কাজ শেষ হয়। এরপরই গত রবিবার দুর্গাপুরের স্টুডিও ভয়েস নামে ওই ইউটিউব চ্যানেলে রিলিজ হল মিলন কুমারের "লোকাল ট্রেন" গানটি।
শুধু এই " গান ওয়ালা মিলন কুমার" ও "লোকাল ট্রেন" এই দুটি গানই নয়। ইতিমধ্যেই ১৩ টির মত গানের রেকর্ডিং শেষ করে ফেলেছেন মিলন কুমার। সেই গানগুলি ধীরে ধীরে আসবে বাজারে। ইতিমধ্যেই বহু জায়গা থেকে ডাক আসছে মিলন কুমারের। নানা জেলায় এমনকি কলকাতাতেও গান গাইতে যাচ্ছে বর্ধমনের মিলন কুমার।
advertisement
advertisement
এ নিয়ে মিলন কুমার বলেন, "প্রথম দিকে একটু ভয় লাগছিল, যে কেমন গাইবো কি ভাবে গাইবো। তবে পরে বেশ ভালোই লাগছিল। গানটা রিলিজ হতেই অনেকে ফোন করেছেন বলছেন তাঁদের খুব পছন্দ হয়েছে গানটা। মানুষের ভালো লাগবে এটাই তো চায় একজন শিল্পী।" পাশাপাশি তিনি বলেন, " মানুষ চাইছেন আমি প্লে ব্যাক সিংগার হই। মানুষের ইচ্ছেই এখন আমরও ইচ্ছেতে পরিণত হয়েছে। আমিও চাই গান নিয়ে অনেক দূর এগোতে।"
advertisement
বর্ধমান কাটোয়া লোকালে গান ফেরি করেতে গিয়েই ভাইরাল হয়ে যান পূর্ব বর্ধমান জেলার এক নম্বর ব্লকের অন্তর্গত নিত্যানন্দপুরের মিলন কুমার। বহু বছর ধরে তিনি গান গেয়ে তেমন ভাইরাল হননি। শেষমেশ সম্প্রতি প্রয়াত সঙ্গীতশিল্পী কেকের গান গেয়ে ভাইরাল হলেন তিনি। মিলন কুমারের বাড়ি কেবলমাত্র ত্রির্পল এবং বাঁশ দিয়ে ঘেরা একটি কুঁড়েঘর। তবে বর্তমানে সকলের সাহায্যে ওই কুড়েঘরে আর থাকতে হয় মিলনের পরিবারকে। পাশেই একটি অন্য বাড়িতে এখন বসবাস করেন তাঁরা।
advertisement
Malobika Biswas
Location :
First Published :
July 11, 2022 3:29 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Milon Kumar New Song: 'লোকাল ট্রেন' নিয়ে হাজির মিলন কুমার! দ্বিতীয় গানে আলোড়ন নেটিজেনদের মধ্যে